ঢাকাসহ সারা দেশে বৃষ্টিপাতের পর সপ্তাহের বেশি সময় ধরে চলা লোডশেডিংয়ের যন্ত্রণা অনেকখানি কমেছে। ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ১২:৪৫ অপরাহ্ণ, জুন ১২, ২০২৩ স্টাফ রিপোর্টার : রাজধানী ঢাকাসহ সারা দেশে লোডশেডিং ছিল অসহনীয়। খোদ ঢাকায় লোডশেডিং হয়েছিল ৪–৫ ঘণ্টা। গ্রামাঞ্চলে সেটি ছাড়িয়ে গিয়েছিল ১০ ঘণ্টার ওপর। তবে সম্প্রতি ঢাকাসহ সারা দেশে বৃষ্টিপাতের পর সপ্তাহের বেশি সময় ধরে চলা লোডশেডিংয়ের যন্ত্রণা অনেকখানি কমেছে। গ্রামাঞ্চলে এখনো ৭০০ থেকে ১ হাজার মেগাওয়াটের মতো লোডশেডিং থাকলেও গত ৯ জুন থেকে রাজধানীতে লোডশেডিং নেই। ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) ও ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) এবং পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশের (পিজিসিবি) বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং ঢাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলা জানা যায়, আজ রোববারসহ তিন দিন ধরে রাজধানী প্রায় লোডশেডিংমুক্ত। ডিপিডিসি ও ডেসকো কর্মকর্তারা আজকের পত্রিকাকে জানান, দুই দিন আগেও লোডশেডিংয়ের যে তীব্রতা ছিল ঢাকায় সেটি নিয়ন্ত্রণে রাখা খুব কঠিন হয়ে যাচ্ছিল। ঘন ঘন লোডশেডিংয়ের কারণে অতিষ্ঠ হয়ে প্রচুর গ্রাহক ফোন করছিলেন। অনেক গ্রাহক অভিযোগ করছিলেন, তাঁদের এলাকায় ৪–৫ ঘণ্টা করে লোডশেডিং হচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে রাজধানীতে জন–অসন্তোষ প্রশমনে বিদ্যুৎ সরবরাহ বাড়িয়েছে সরকার। বিদ্যুৎ বিভাগ, ঢাকার দুটি বিতরণ সংস্থা ও পিজিসিবির কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, ঢাকায় যেভাবে দিন দিন লোডশেডিং বাড়ছিল সেটি জন–অসন্তোষের কারণ হয়ে দাঁড়াচ্ছিল। এর মধ্যে বিএনপি দেশব্যাপী তীব্র লোডশেডিংয়ের প্রতিবাদে সরব হতে শুরু করে। বিদ্যুতের দাবিতে ঢাকাসহ সারা দেশে হারিকেন মিছিলও করে বিএনপি। সেই সঙ্গে ডিপিডিসি এ ডেসকোতে বিপুলসংখ্যক ক্ষুব্ধ গ্রাহকের ফোনকল আসছিল। ডিপিডিসি ও ডেসকোর কর্মকর্তারা জানিয়েছেন, লোডশেডিং নিয়ে ঢাকার গ্রাহকেরা যেভাবে প্রতিক্রিয়া দেখাতে শুরু করেছিলেন তাতে কর্মকর্তাদের মধ্যে ভীতির সঞ্চার হয়। ক্ষুব্ধ গ্রাহকেরা সংশ্লিষ্ট অফিসগুলোতে হামলা করতে পারেন— এমন আশঙ্কাও বাড়ছিল। এই অবস্থায় ডিপিডিসি ও ডেসকোর শীর্ষ কর্মকর্তারা বিদ্যুৎ বিভাগের সঙ্গে বসে পরিস্থিতি বর্ণনা করে ঢাকায় বিদ্যুৎ সরবরাহ বাড়ানোর দাবি করেন। বৈঠকে উপস্থিত ছিলেন এমন এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্রের চাপে আছে সরকার। এই অবস্থায় ঘন ঘন লোডশেডিংয়ের কারণে বিরক্ত জনগণ বিদ্যুতের দাবিতে ফুঁসে উঠলে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে। সেই আন্দোলন ঢাকা ছাড়িয়ে স্ফুলিঙ্গের মতো সারা দেশে ছড়িয়ে পড়ার আশঙ্কাও আছে। এসব বিবেচনায় নিয়ে সরকার ঢাকায় বিদ্যুৎ সরবরাহ বাড়াতে নির্দেশনা দেয়।’ ওই কর্মকর্তা বলেন, ‘৯ তারিখ থেকে আজ পর্যন্ত ঢাকায় লোডশেডিং বলা যায় শূন্যের কোঠায়। অন্যদিকে গরমের তীব্রতা কমে যাওয়ায় বিদ্যুতের চাহিদাও কমেছে প্রায় আড়াই হাজার থেকে ৩ হাজার মেগাওয়াট। একই সঙ্গে আদানিসহ কিছু তেল চালিত বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বাড়ানোয় বিদ্যুতের জোগানও বেড়েছে গত দুই দিনে। আদানি আগে ৭৫০–৭৭০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করলেও দুই দিন ধরে সরবরাহ করছে ১ হাজার ৫০ মেগাওয়াটের বেশি।’ ঢাকার লোডশেডিং কমে যাওয়ার বিষয়ে জানতে চাইলে ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী বিকাশ দেওয়ান বলেন, ‘ঢাকায় বিদ্যুৎ সরবরাহ বাড়াতে দেনদরবার করছি বেশ আগে থেকেই। এখন ডিপিডিসি এলাকায় কোনো লোডশেডিং নেই।’ রাজধানীতে লোডশেডিং না থাকায় স্বস্তি প্রকাশ করে ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. কাওসার আমীর আলী বলেন, ‘আমার এলাকায় গতকাল এবং আজকে কোনো লোডশেডিং হয়নি। গত কিছুদিনের চেয়ে আমরা এখন বেশ স্বস্তির পরিস্থিতিতে আছি। আবহাওয়া শীতল হওয়ার পাশাপাশি ঢাকায় বিদ্যুতের সরবরাহ বাড়ায় লোডশেডিংও নেই। আজ ডেসকো এলাকায় বিদ্যুতের চাহিদা আছে প্রায় ১ হাজার ১০০ মেগাওয়াট এবং সরবরাহও আছে ১ হাজার ১০০ মেগাওয়াট।’ SHARES লাইফস্টাইল বিষয়:
রাজধানী ঢাকাসহ সারা দেশে লোডশেডিং ছিল অসহনীয়। খোদ ঢাকায় লোডশেডিং হয়েছিল ৪–৫ ঘণ্টা। গ্রামাঞ্চলে সেটি ছাড়িয়ে গিয়েছিল ১০ ঘণ্টার ওপর। তবে সম্প্রতি ঢাকাসহ সারা দেশে বৃষ্টিপাতের পর সপ্তাহের বেশি সময় ধরে চলা লোডশেডিংয়ের যন্ত্রণা অনেকখানি কমেছে। গ্রামাঞ্চলে এখনো ৭০০ থেকে ১ হাজার মেগাওয়াটের মতো লোডশেডিং থাকলেও গত ৯ জুন থেকে রাজধানীতে লোডশেডিং নেই। ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) ও ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) এবং পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশের (পিজিসিবি) বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং ঢাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলা জানা যায়, আজ রোববারসহ তিন দিন ধরে রাজধানী প্রায় লোডশেডিংমুক্ত। ডিপিডিসি ও ডেসকো কর্মকর্তারা আজকের পত্রিকাকে জানান, দুই দিন আগেও লোডশেডিংয়ের যে তীব্রতা ছিল ঢাকায় সেটি নিয়ন্ত্রণে রাখা খুব কঠিন হয়ে যাচ্ছিল। ঘন ঘন লোডশেডিংয়ের কারণে অতিষ্ঠ হয়ে প্রচুর গ্রাহক ফোন করছিলেন। অনেক গ্রাহক অভিযোগ করছিলেন, তাঁদের এলাকায় ৪–৫ ঘণ্টা করে লোডশেডিং হচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে রাজধানীতে জন–অসন্তোষ প্রশমনে বিদ্যুৎ সরবরাহ বাড়িয়েছে সরকার। বিদ্যুৎ বিভাগ, ঢাকার দুটি বিতরণ সংস্থা ও পিজিসিবির কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, ঢাকায় যেভাবে দিন দিন লোডশেডিং বাড়ছিল সেটি জন–অসন্তোষের কারণ হয়ে দাঁড়াচ্ছিল। এর মধ্যে বিএনপি দেশব্যাপী তীব্র লোডশেডিংয়ের প্রতিবাদে সরব হতে শুরু করে। বিদ্যুতের দাবিতে ঢাকাসহ সারা দেশে হারিকেন মিছিলও করে বিএনপি। সেই সঙ্গে ডিপিডিসি এ ডেসকোতে বিপুলসংখ্যক ক্ষুব্ধ গ্রাহকের ফোনকল আসছিল। ডিপিডিসি ও ডেসকোর কর্মকর্তারা জানিয়েছেন, লোডশেডিং নিয়ে ঢাকার গ্রাহকেরা যেভাবে প্রতিক্রিয়া দেখাতে শুরু করেছিলেন তাতে কর্মকর্তাদের মধ্যে ভীতির সঞ্চার হয়। ক্ষুব্ধ গ্রাহকেরা সংশ্লিষ্ট অফিসগুলোতে হামলা করতে পারেন— এমন আশঙ্কাও বাড়ছিল। এই অবস্থায় ডিপিডিসি ও ডেসকোর শীর্ষ কর্মকর্তারা বিদ্যুৎ বিভাগের সঙ্গে বসে পরিস্থিতি বর্ণনা করে ঢাকায় বিদ্যুৎ সরবরাহ বাড়ানোর দাবি করেন। বৈঠকে উপস্থিত ছিলেন এমন এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্রের চাপে আছে সরকার। এই অবস্থায় ঘন ঘন লোডশেডিংয়ের কারণে বিরক্ত জনগণ বিদ্যুতের দাবিতে ফুঁসে উঠলে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে। সেই আন্দোলন ঢাকা ছাড়িয়ে স্ফুলিঙ্গের মতো সারা দেশে ছড়িয়ে পড়ার আশঙ্কাও আছে। এসব বিবেচনায় নিয়ে সরকার ঢাকায় বিদ্যুৎ সরবরাহ বাড়াতে নির্দেশনা দেয়।’ ওই কর্মকর্তা বলেন, ‘৯ তারিখ থেকে আজ পর্যন্ত ঢাকায় লোডশেডিং বলা যায় শূন্যের কোঠায়। অন্যদিকে গরমের তীব্রতা কমে যাওয়ায় বিদ্যুতের চাহিদাও কমেছে প্রায় আড়াই হাজার থেকে ৩ হাজার মেগাওয়াট। একই সঙ্গে আদানিসহ কিছু তেল চালিত বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বাড়ানোয় বিদ্যুতের জোগানও বেড়েছে গত দুই দিনে। আদানি আগে ৭৫০–৭৭০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করলেও দুই দিন ধরে সরবরাহ করছে ১ হাজার ৫০ মেগাওয়াটের বেশি।’ ঢাকার লোডশেডিং কমে যাওয়ার বিষয়ে জানতে চাইলে ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী বিকাশ দেওয়ান বলেন, ‘ঢাকায় বিদ্যুৎ সরবরাহ বাড়াতে দেনদরবার করছি বেশ আগে থেকেই। এখন ডিপিডিসি এলাকায় কোনো লোডশেডিং নেই।’ রাজধানীতে লোডশেডিং না থাকায় স্বস্তি প্রকাশ করে ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. কাওসার আমীর আলী বলেন, ‘আমার এলাকায় গতকাল এবং আজকে কোনো লোডশেডিং হয়নি। গত কিছুদিনের চেয়ে আমরা এখন বেশ স্বস্তির পরিস্থিতিতে আছি। আবহাওয়া শীতল হওয়ার পাশাপাশি ঢাকায় বিদ্যুতের সরবরাহ বাড়ায় লোডশেডিংও নেই। আজ ডেসকো এলাকায় বিদ্যুতের চাহিদা আছে প্রায় ১ হাজার ১০০ মেগাওয়াট এবং সরবরাহও আছে ১ হাজার ১০০ মেগাওয়াট।’