কুমিল্লার ইলিয়টগঞ্জে আর বি উচ্চ বিদ্যালয়ে খাদ্যের নিরাপদতা বিষয়ে স্কুল ভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত।

প্রকাশিত: ১০:৪৮ অপরাহ্ণ, জুন ১৭, ২০২৩
নিজস্ব প্রতিনিধি : কুমিল্লা দাউদকান্দির ইলিয়টগঞ্জ রাজেন্দ্র বিশ্বনাথ উচ্চ বিদ্যালয়ে খাদ্যের নিরাপদতা বিষয়ে স্কুল ভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আয়োজিত শিক্ষা স্বাস্থ্য উন্নয়ন কার্যক্রম (শিসউক) এর সহযোগিতায় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক মঞ্জুর মোর্শেদ আহমেদ।
বিদ্যালয়ের সহকারি-প্রধান শিক্ষক মো: মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায়  বিশেষ অতিথি ছিলেন- শিক্ষা স্বাস্থ্য উন্নয়ন কার্যক্রম নির্বাহী পরিচালক সাকিউল মিল্লাত মোর্শেদ। উপস্থিত ছিলেন-পরিচালক মো: জিল্লুর রহমান,আঞ্চলিক সমন্বয়কারি মো: কামরুজ্জামান, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সিনিয়র পরামর্শদাতা আইয়ুব হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে নিরাপদ খাদ্য প্রকল্প পরিচালক মঞ্জুর মোর্শেদ আহমেদ বলেন, নিরাপদ খাবারের জন্য সকলকে সচেতন হতে হবে। কেমিক্যাল মিশানো খাবার বর্জন করবো।  স্বাস্থ্য ঠিক রাখার জন্য বেশি বেশি আয়োডিনযুক্ত খাবার শাক, ডিম, দুধসহ বিষমুক্ত ফলমূল খাওয়ার জন্য অনুরোধ করেন।
পরে সচেতনতামূলক নাটক ও জারী গান পরিবেশন করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।কর্মশালায় বিদ্যালয়ের শিক্ষার্থী অভিভাবকসহ স্থানীয় বিশিষ্ট ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।