রাজধানীর বিভিন্ন এলাকায় অবৈধ গ্যাস সংযোগ এবং বিল খেলাপি থাকায় সংযোগ বিচ্ছিন্নে বিশেষ অভিযানে তিতাস গ্যাস।

প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ণ, জুন ২০, ২০২৩

স্টাফ রিপোর্টার : রাজধানীর চন্দ্রিমা মডেল টাউন, ঢাকা উদ্যান, শ্যামলী হাউজিংয়ে বেশকিছু বাসা-বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ এবং বিল খেলাপি থাকায় সংযোগ বিচ্ছিন্নে বিশেষ অভিযান পরিচালনা করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। এসময় ওই এলাকায় বাসা-বাড়ির শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তিতাসের ৬টি টিম এতে অংশ নেয়।

সোমবার (১৯ জুন) দিনব্যাপী চাঁদ উদ্যান, ঢাকা উদ্যান, চন্দ্রিমা মডেল টাউন সহ আশেপাশের  এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়েছে।

এই বিশেষ অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন তিতাস গ্যাসের ঢাকা মেট্রোর রাজস্ব বিভাগের  মহাব্যবস্থাপক রশিদুল আলম এবং উপ-মহাব্যবস্থাপক মো. তোফাজ্জল হোসেন।

স্থানীয় এলাকাবাসীরা জানায়, এই এলাকার ৯০ শতাংশ অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করে থাকে, এ কারণে বৈধ গ্যাস সংযোগকারীরা গ্যাস কম পাচ্ছেন। এরপরও রাতের আঁধারে একটি চক্র তিতাসের মূল সংযোগ থেকে নিম্নমানের পাইপ দিয়ে বিভিন্ন বাড়িওয়ালার কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে অবৈধ গ্যাস সংযোগ প্রদান করে আসছে। তিতাসের ঢাকা মেট্রোর রাজস্ব বিভাগের মহাব্যবস্থাপক রশিদুল আলম জানান, দীর্ঘদিন যাবত আমরা এসব এলাকায় নজর রাখছি, যতটুকু পরিমাণে গ্যাস ব্যবহার করা হয় তার চার ভাগের এক ভাগ পরিমাণ বিল জমা হয়। তখন আমরা অনুসন্ধান টিম পাঠিয়ে নিশ্চিত হলাম প্রায় ৯০ শতাংশ বাড়িতে অবৈধ সংযোগ রয়েছে। যে কয়টি বৈধ সংযোগ আছে সেইগুলোও বিল খেলাপি। কারো কারো ১০ বছরেরও অধিক সময়ের বিল বকেয়া আছে। সেই সকল বিল খেলাপি ও অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে এই বিশেষ অভিযান চালানো হচ্ছে। যতদিন পর্যন্ত অবৈধ সংযোগ থাকবে ততদিন নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।