নারী ওয়ানডেতে সেঞ্চুরি করা প্রথম বাংলাদেশ নারী ক্রিকেট দলের ডানহাতি ওপেনার ব্যাটার ফারজানা।

প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২৩

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ নারী ক্রিকেট দলের ডানহাতি ওপেনার ফারজানা হক পিংকি শনিবার (২২ জুলাই) প্রথম বাংলাদেশি হিসেবে নারীদের ওয়ানডেতে সেঞ্চুরি করেছেন।

ঢাকায়, শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে তিনি এই মাইলফলক অর্জন করেন। ফারজানার সেঞ্চুরির আগে, ২০১৩ সালে ভারতের বিপক্ষে নারী ওয়ানডেতে বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক সালমা খাতুন ব্যক্তিগত সর্বোচ্চ ৭৫ রান সংগ্রহ করেছিলেন।

শনিবারের ম্যাচে, টস জিতে বাংলাদেশ প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং ৫০ ওভারে চার উইকেট-এ ২২৫ রান করে। ফারজানা ১৬০ বলে ১০৭ রান করেছেন। শারমিন সুলতানার সঙ্গে ওপেনিং পার্টনারশিপে এই জুটি ৯৩ রান সংগ্রহ করতে সক্ষম হয়। এটি ওয়ানডেতে ভারতের বিপক্ষে বাংলাদেশ দলের সর্বোচ্চ ওপেনিং সংগ্রহ।

বাংলাদেশ ইতোমধ্যেই ভারতের বিপক্ষে সিরিজের উদ্বোধনী ম্যাচে বড় জয় পেয়েছে। প্রতিপক্ষের বিরুদ্ধেও এটি তাদের প্রথম ওয়ানডে জয়। তবে দ্বিতীয় ম্যাচে, দুর্দান্ত খেলে সিরিজে সমতা আনে সফরকারী দল।