দেশের মাঠে ভারতের জাতীয় মহিলা ক্রিকেট দলের দ্বিতীয় টি ২০ ম্যাচ জয়।

প্রকাশিত: ৫:৩৭ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২৩

ক্রীড়া প্রতিবেদক : জয়ের অদম্য বাসনাই প্রেরণা যোগালো ভারতের জাতীয় মহিলা ক্রিকেট দলের খেলোয়াড়দের। ভারতের ক্রিকেটার-রা বাংলাদেশের মাঠে দ্বিতীয় টি ২০ ম্যাচে তাই প্রমাণ করলেন। মাত্র ৯৫ রানে অলআউট হয়ে গিয়েও বাংলাদেশের দলকে অলআউট করে দিতে পেরেছেন ৮৭ রানে।

মঙ্গলবার ১১ জুলাই  মিরপুরের মাঠে ভারতের দল করেছিল ৯৫ রান। দলের দুই ওপেনিং জুটি স্মৃতি মান্ধানা (১৩) ও শেফালি ভার্মা (১৯) পরিস্থিতি বুঝে শুরু করার পরেই হয় ছন্দপতন। ৬১ রানে ছয় উইকেটে পড়ে যায়। দলের অধিনায়িকা হরমনপ্রীত কাউর, বাংলাদেশের সুলতানা খাতুনের বলে শূন্যতে ফিরে যান।

পরের দিকে দীপ্তি শর্মা (১০) ও আমনজিৎ কাউর (১৪) দু’অঙ্কের রানে পৌঁছানোয় দলের কিছুটা ভদ্রস্থ স্কোর হয়। তবে ভারতের বোলাররা নিজেদের কাজটি ঠিকঠাক করায় বিপক্ষ দল জয়ের থেকে আট রান দূরে থমকে যায়। বিপক্ষের আট উইকেটের মধ্যে ভারতের স্পিনাররাই পেয়েছেন সাত উইকেট।

দলের দুই স্পিনার দীপ্তি শর্মা ও শেফালি ভার্মা তিনটি করে উইকেট নিয়েছেন কম রানের মধ্যেই।

দীপ্তি শর্মা ৪ ওভারে মাত্র ১২ রান দিয়ে ৩ উইকেট নেন। শেফালি ভার্মা ১৫ রান দিয়ে নেন ৩ উইকেট। মিনু মুন্নি দুই উইকেট পেয়েছেন। বাংলাদেশের অধিনায়িকা নিগার সুলতানা (৩৮) একমাত্র দুই অঙ্কের রানে পৌঁছতে পেরেছেন। বাকিরা সবাই খুবই কম রান-এ আউট হয়ে যান।