পাকিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে ভারত

প্রকাশিত: ৩:৪২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২৩

নিজস্ব প্রতিনিধি

পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের এশিয়া কাপ শুরু করছে অন্যতম ফেভারিত দল ভারত। শ্রীলঙ্কার ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।

এবারের আসরে এটি ভারতের প্রথম ম্যাচ হলেও পাকিস্তানের দ্বিতীয়। মুলতানে নিজেদের প্রথম ম্যাচে নেপালকে ২৩৮ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাবর আজমরা।

আজ ভারতকে হারাতে পারলে গ্রুপ ‘এ’র চ্যাম্পিয়ন হয়ে সুপার ফোরে পা রাখবে পাকিস্তান। নেপালের বিপক্ষে যে দলটি খেলেছে, পাকিস্তান সেই একাদশ নিয়েই আজ মাঠে নেমেছে। অন্যদিকে, সূর্যকুমার যাদবকে বাইরে রেখে একাদশ সাজিয়েছে ভারত। একাদশে জায়গা হয়নি মোহাম্মদ শামিরও।

পাকিস্তান একাদশ : বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ইমাম উল হক, সালমান আঘা, ইফতিখার আহমেদ, ফখর জামান, মোহাম্মদ নওয়াজ, শাদাব খান, নাসিম শাহ, শাহিন আফ্রিদি ও হ্যারিস রউফ।

ভারত একাদশ : রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, ইশান কিশান, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ ও কুলদীপ যাদব।