বিশ্বকাপ দলে ডাক পেয়েই অবসর ঘোষণা ডি’ককের! ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ৮:৩৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২৩ নিজস্ব প্রতিনিধি: বয়স মাত্র ত্রিশ বছর, ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপের দলে তার নামও আছে। সেই কুইন্টন ডি’কক হু্ট করেই ওয়ানডে ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিলেন! তবে সেটা এখনই নয়, আসন্ন বিশ্বকাপেই শেষবার দক্ষিণ আফ্রিকার ওয়ানডে জার্সি পরে খেলতে দেখা যাবে তাকে। বিশ্বকাপের পরেই ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেবেন দলের উইকেটরক্ষক-ব্যাটার।ডি ককের অবসর প্রসঙ্গে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ডিরেক্টর এনোখ এনকুয়ে বলেন, ‘দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে দীর্ঘদিন সার্ভিস দিয়েছেন কুইন্টন ডি কক। আক্রমণাত্মক ব্যাটিং দিয়ে তিনি নিজেকে আলাদা উচ্চতায় নিয়ে গেছেন। বছরের পর বছর তিনি দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তিনি অধিনায়কত্বের আর্মব্যান্ডও পরেছিলেন। এটা এমন এক সম্মান যা খুব কম লোকই পায়। তিনি আরও বলেছেন, ‘ওয়ানডে ক্রিকেট থেকে তার সরে আসার সিদ্ধান্তটি আমরা অনুধাবন করতে পেরেছি। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে বছরের পর বছর অবদান রাখার জন্য তাকে ধন্যবাদ জানাতে চাই। তার ভবিষ্যতের জন্য শুভকামনা রইল। সেইসঙ্গে তাকে টি-টোয়েন্টি ফরম্যাটে জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করতে দেখার জন্য মুখিয়ে আছি। সাদা বলের ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার বড় ভরসা ছিলেন ডি’কক। দলের হয়ে ১৪০টি ওয়ানডে ম্যাচ খেলে ১৭টি সেঞ্চুরিতে ৫৯৬৬ রান করেছেন। এই বাঁহাতি ব্যাটারের গড় ৪৪.৮৬ গড় এবং স্ট্রাইকরেট ৯৬.০৮! এর আগে ২০২১ সালের ডিসেম্বরে ভারতের বিপক্ষে সিরিজের মাঝেই আচমকা টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন ডি’কক। পরিবারকে সময় দেওয়ার জন্যই তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে ওয়ানডে থেকে অবসর ঘোষণার কোনো কারণ জানাননি ডি’কক। SHARES খেলাধুলা বিষয়: ডি’কক
বয়স মাত্র ত্রিশ বছর, ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপের দলে তার নামও আছে। সেই কুইন্টন ডি’কক হু্ট করেই ওয়ানডে ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিলেন! তবে সেটা এখনই নয়, আসন্ন বিশ্বকাপেই শেষবার দক্ষিণ আফ্রিকার ওয়ানডে জার্সি পরে খেলতে দেখা যাবে তাকে। বিশ্বকাপের পরেই ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেবেন দলের উইকেটরক্ষক-ব্যাটার।ডি ককের অবসর প্রসঙ্গে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ডিরেক্টর এনোখ এনকুয়ে বলেন, ‘দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে দীর্ঘদিন সার্ভিস দিয়েছেন কুইন্টন ডি কক।