সাকিব-মুসফিকের ব্যাটে ঘুরে দাঁড়াল বাংলাদেশ

প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২৩
মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। ছবি : এএফপি

নিজস্ব প্রতিনিধি

এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচেই মাঠে নেমেছে বাংলাদেশ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে টসে জিতে ব্যাট করছে টাইগাররা। শুরুটা ভালো হয়নি বাংলাদেশের, ৪৭ রানেই হারায় টপ অর্ডারের চার ব্যাটারকে। পঞ্চম উইকেটে অবশ্য প্রতিরোধ গড়ে তোলেন অধিনায়ক সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম।
১২০ বলে ১০০ রানের জুটি গড়েন সাকিব-মুশি। সাকিব তুলে নিয়েছেন ওয়ানডে ক্যারিয়ারের ৫৪তম অর্ধশত। তবে অর্ধশত হাঁকানোর কিছুক্ষণ পরই আউট হয়ে গেছেন বাংলাদেশ অধিনায়ক। ৫৭ বলে ৭টি চারে ৫৩ রান করে থামেন তিনি।
অর্ধশত পূরণ করেছে মুশফিকও। প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের স্কোর ৩০ ওভারে ৫ উইকেটে ১৫০ রান। মুশফিক ৭৪ বলে ৫০ ও শামিম হোসেন ১ বলে ১ রানে ব্যাট করছেন।নাঈম শেখ ২০, লিটন দাস ১৬ ও তাওহীদ হৃদয় ২ রান করে সাজঘরে ফিরেছেন।

আগের ম্যাচের সেঞ্চুরিয়ান মেহেদী হাসান মিরাজ আজ রানের খাতাই খুলতে পারেননি।