সাকিব বাহিনী এখন শ্রীলঙ্কায় ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২৩ ছবি : এএফপি নিজস্ব প্রতিনিধি এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে বাজেভাবে হারের পর বাংলাদেশ দল এখন শ্রীলঙ্কায়। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টার দিকে তারা পাকিস্তান থেকে শ্রীলঙ্কায় পৌঁছয়। সেখানে সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে।এবারের ঘটনাবহুল এশিয়া কাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৫ উইকেটে হেরেছিল বাংলাদেশ। ছবি : এএফপি দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে ৮৯ রানে উড়িয়ে জায়গা করে নেয় সুপার ফোরে। কিন্তু সুপার ফোরে স্বাগতিক পাকিস্তানের কাছে প্রথম ম্যাচেই চরম ব্যাটিং দৈন্যের প্রদর্শনী দেখিয়েছে টাইগাররা। হেরেছে ৭ উইকেটের বিশাল ব্যবধানে।আগামী ৯ সেপ্টেম্বর কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। এই শ্রীলঙ্কানদের কাছে হেরেই শুরু হয়েছিল টাইগারদের এশিয়া কাপ মিশন। এবার প্রতিশোধ নেওয়ার পালা। একই ভেন্যুতে ১৫ সেপ্টেম্বর টাইগারদের প্রতিপক্ষ ভারত। এশিয়া কাপের ফাইনালে উঠতে হলে জয়ের কোনো বিকল্প নেই। যদিও শ্রীলঙ্কার বৃষ্টি অনেক সমীকরণই বদলে দিচ্ছে বারবার। SHARES খেলাধুলা বিষয়: সাকিবক্রিকেটার
এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে বাজেভাবে হারের পর বাংলাদেশ দল এখন শ্রীলঙ্কায়। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টার দিকে তারা পাকিস্তান থেকে শ্রীলঙ্কায় পৌঁছয়। সেখানে সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে।এবারের ঘটনাবহুল এশিয়া কাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৫ উইকেটে হেরেছিল বাংলাদেশ।
দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে ৮৯ রানে উড়িয়ে জায়গা করে নেয় সুপার ফোরে। কিন্তু সুপার ফোরে স্বাগতিক পাকিস্তানের কাছে প্রথম ম্যাচেই চরম ব্যাটিং দৈন্যের প্রদর্শনী দেখিয়েছে টাইগাররা। হেরেছে ৭ উইকেটের বিশাল ব্যবধানে।আগামী ৯ সেপ্টেম্বর কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।
এই শ্রীলঙ্কানদের কাছে হেরেই শুরু হয়েছিল টাইগারদের এশিয়া কাপ মিশন। এবার প্রতিশোধ নেওয়ার পালা। একই ভেন্যুতে ১৫ সেপ্টেম্বর টাইগারদের প্রতিপক্ষ ভারত। এশিয়া কাপের ফাইনালে উঠতে হলে জয়ের কোনো বিকল্প নেই।