প্রথম সাফল্য উপহার দিলেন হাসান মাহমুদ

প্রকাশিত: ৯:৪৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২৩
দিমুথ করুণারত্নেকে আউট করার পর হাসান মাহমুদের উল্লাস। ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিনিধি

 

তরুণ পেসার হাসান মাহমুদের হাত ধরে এলো প্রথম সাফল্য। যদিও কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ে নেমে প্রথম ওভারেই কাঁপিয়ে দিয়েছিলেন তাসকিন আহমেদ। ইনিংসের চতুর্থ বলেই পাথুম নিশাঙ্কার বিরুদ্ধে জোরালো আবেদনে আম্পায়ার আঙুল তুলে দেন। তবে রিভিউ নিয়ে জিতে যায় শ্রীলঙ্কা।

 

স্বাগতিক দলের দুই ওপেনারই হাত খুলে মারার চেষ্টা করছিলেন। ষষ্ঠ ওভারে এসে প্রথম সাফল্য এনে দেন হাসান মাহমুদ। ১৭ বলে ৩ চারে ১৮ রান করা দিমুথ করুণারত্নের ব্যাট ছুঁয়ে বল জমা হয় মুশফিকুর রহিমের গ্লাভসে। ৩৪ রানে ভাঙে শ্রীলঙ্কার ওপেনিং জুটি।

এই রিপোর্ট লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ৮.৩ ওভারে ১ উইকেটে ৪৭ রান। 

বাংলাদেশ একাদশ : মোহাম্মদ নাঈম শেখ, মেহেদী মিরাজ, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটকিপার), শামীম পাটোয়ারী, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ ও নাসুম আহমেদ।

শ্রীলঙ্কা একাদশ : পাথুম নিশাঙ্কা, দিমুথ করুণারত্নে, কুসল মেন্ডিস (উইকেটকিপার), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দুনিথ ওয়েললাগে, মহেশ থিকশানা, কাসুন রাজিথা ও মাথিশা পাথিরানা।