এখনো ভিসা হয়নি; কবে বিশ্বকাপ খেলতে যাবেন বাবররা? ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ৯:১৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২৩ ফাইল ছবি নিজস্ব প্রতবেদক আসন্ন ওয়ানডে বিশ্বকাপ খেলতে আগামী ২৭ সেপ্টেম্বর ভারতে যাওয়ার কথা পাকিস্তান দলের। কিন্তু এখন পর্যন্ত পাকিস্তান দলের ভিসাই হয়নি! এখনো ভিসা না পাওয়ার ঘটনায় পাকিস্তান ক্রিকেট বোর্ড অসন্তোষ প্রকাশ করেছে। বুধবার সকালে লাহোর থেকে দুবাই যাওয়ার কথা বাবরদের। সেখান থেকে তারা হায়দরাবাদে যাবেন। ভিসা না পেলে এসব পরিকল্পনা বিভাবে বাস্তবায়িত হবে? ইতিমধ্যে ভারতে গিয়ে অনুশীলন শুরু করে দিয়েছে নেদারল্যান্ডস। অন্য দলগুলোও ভিসা পেয়ে গেছে। শুধু পাকিস্তান দলই পায়নি। এর আগেই ভিসা না পাওয়ার বিষয়টি আইসিসিকে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ভিসা না পাওয়ায় পাকিস্তানের প্রস্তুতিতে প্রভাব পড়েছে। দুবাই গিয়ে দলের বিশেষ প্রস্তুতির পরিকল্পনা বাতিল করতে হয়েছে। ৫ অক্টোবর থেকে শুরু হবে বিশ্বকাপ। পরদিন নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে পাকিস্তান। এর আগ তারা দুটি প্রস্তুতি ম্যাচও খেলবে। প্রথম প্রস্তুতি ম্যাচ ২৯ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে। এরপর ৩ অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে তারা দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে। ভিসা জটিলতার কারণে প্রস্তুতি ম্যাচ দুটি নিয়েও তৈরি হয়েছে শঙ্কা। SHARES খেলাধুলা বিষয়: বিশ্বকাপভিসা
আসন্ন ওয়ানডে বিশ্বকাপ খেলতে আগামী ২৭ সেপ্টেম্বর ভারতে যাওয়ার কথা পাকিস্তান দলের। কিন্তু এখন পর্যন্ত পাকিস্তান দলের ভিসাই হয়নি! এখনো ভিসা না পাওয়ার ঘটনায় পাকিস্তান ক্রিকেট বোর্ড অসন্তোষ প্রকাশ করেছে। বুধবার সকালে লাহোর থেকে দুবাই যাওয়ার কথা বাবরদের। সেখান থেকে তারা হায়দরাবাদে যাবেন।
ভিসা না পেলে এসব পরিকল্পনা বিভাবে বাস্তবায়িত হবে? ইতিমধ্যে ভারতে গিয়ে অনুশীলন শুরু করে দিয়েছে নেদারল্যান্ডস। অন্য দলগুলোও ভিসা পেয়ে গেছে। শুধু পাকিস্তান দলই পায়নি। এর আগেই ভিসা না পাওয়ার বিষয়টি আইসিসিকে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
ভিসা না পাওয়ায় পাকিস্তানের প্রস্তুতিতে প্রভাব পড়েছে। দুবাই গিয়ে দলের বিশেষ প্রস্তুতির পরিকল্পনা বাতিল করতে হয়েছে। ৫ অক্টোবর থেকে শুরু হবে বিশ্বকাপ। পরদিন নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে পাকিস্তান।
এর আগ তারা দুটি প্রস্তুতি ম্যাচও খেলবে। প্রথম প্রস্তুতি ম্যাচ ২৯ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে। এরপর ৩ অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে তারা দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে। ভিসা জটিলতার কারণে প্রস্তুতি ম্যাচ দুটি নিয়েও তৈরি হয়েছে শঙ্কা।