শেষ ওয়ানডের দলে আফিফ-খালেদ; ছিটকে গেলেন তাসকিন ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ৯:২১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২৩ নিজস্ব প্রতবেদক নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে আগামীকাল মঙ্গলবার মাঠে নামবে বাংলাদেশ দল। গতকালই এই ম্যাচের অধিনায়ক হিসেবে নাজমুল হোসেন শান্তর নাম ঘোষণা করা হয়েছে। আজ সন্ধ্যায় বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হলো, শেষ ওয়ানডের দলে যুক্ত করা হয়েছে পেসার খালেদ আহমেদ এবং তরুণ ব্যাটার আফিফ হোসেন ধ্রুবকে। এদিকে শেষ ওয়ানডের জন্য গতকাল ঘোষিত দলে থাকা তাসকিন আহমেদ ছিটকে গেছেন। তার চোট নেই; ফুড পয়জনিংয়ে ভুগছেন। খালেদ আহমেদ অবশ্য প্রথম দুই ওয়ানডের দলে ছিলেন। দ্বিতীয় ম্যাচে তার অভিষেক হয়। দারুণ বোলিংয়ে অভিষেকেই তুলে নেন ৩ উইকেট। অন্যদিকে আফিফ হোসেন ধ্রুব এশিয়া কাপে পারফরম করতে না পারায় নিউজিল্যান্ড সিরিজ থেকে বাদ পড়েছিলেন। শেষ ম্যাচে তাকে ফেরানো হলো দলে। ইতিমধ্যে দ্বিতীয় ওয়ানডে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে নিউজিল্যান্ড। প্রথম ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল। তৃতীয় ওয়ানডের জন্য বাংলাদেশ দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, জাকির হাসান, আনামুল হক বিজয়, তাওহীদ হৃদয়, মাহমুদ উল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, সৈয়দ খালেদ আহমেদ ও আফিফ হোসেন। SHARES খেলাধুলা বিষয়: আফিফ-খালেদতাসকিন
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে আগামীকাল মঙ্গলবার মাঠে নামবে বাংলাদেশ দল। গতকালই এই ম্যাচের অধিনায়ক হিসেবে নাজমুল হোসেন শান্তর নাম ঘোষণা করা হয়েছে। আজ সন্ধ্যায় বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হলো, শেষ ওয়ানডের দলে যুক্ত করা হয়েছে পেসার খালেদ আহমেদ এবং তরুণ ব্যাটার আফিফ হোসেন ধ্রুবকে। এদিকে শেষ ওয়ানডের জন্য গতকাল ঘোষিত দলে থাকা তাসকিন আহমেদ ছিটকে গেছেন।
তার চোট নেই; ফুড পয়জনিংয়ে ভুগছেন। খালেদ আহমেদ অবশ্য প্রথম দুই ওয়ানডের দলে ছিলেন। দ্বিতীয় ম্যাচে তার অভিষেক হয়। দারুণ বোলিংয়ে অভিষেকেই তুলে নেন ৩ উইকেট।
অন্যদিকে আফিফ হোসেন ধ্রুব এশিয়া কাপে পারফরম করতে না পারায় নিউজিল্যান্ড সিরিজ থেকে বাদ পড়েছিলেন। শেষ ম্যাচে তাকে ফেরানো হলো দলে। ইতিমধ্যে দ্বিতীয় ওয়ানডে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে নিউজিল্যান্ড। প্রথম ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল।
তৃতীয় ওয়ানডের জন্য বাংলাদেশ দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, জাকির হাসান, আনামুল হক বিজয়, তাওহীদ হৃদয়, মাহমুদ উল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, সৈয়দ খালেদ আহমেদ ও আফিফ হোসেন।