শ্রীরামের উপস্থিতিতে সাকিবদের প্রথম দিনের অনুশীলন

প্রকাশিত: ১১:২১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২৩

নিজস্ব প্রতিনিধি

বিশ্বকাপ অভিযানে গতকাল ভারত পৌঁছেছে বাংলাদেশ দল। বাংলাদেশ দল এখন আছে গুয়াহাটিতে। এখানেই বিশ্বকাপের মূল মঞ্চে মাঠে নামার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে সাকিব আল হাসানের দল।

যার প্রথমটি আগামীকাল।

প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। আগামী ২ অক্টোবর দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে সাকিবদের প্রতিপক্ষ ইংল্যান্ড। গতকাল গুয়াহাটি পোঁছানোর পর আজ অনুশীলন করেছে বাংলাদেশ। গুয়াহাটির বারসাপারা ক্রিকেট স্টেডিয়ামে হয়েছে বাংলাদেশ দলের অনুশীলন।
বাংলাদেশ দলের প্রস্তুতিতে দেখা গেছে শ্রীধরন শ্রীরামকে। বিশ্বকাপে বাংলাদেশ দলের সঙ্গে টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে থাকবেন সাবেক এই ভারতীয় অলরাউন্ডার। ভারতের কন্ডিশন, মাঠ এবং উইকেট সম্পর্কে শ্রীরামের জানাশোনা কাজে লাগাতে চায় বাংলাদেশ। এ জন্য স্বল্প সময়ের জন্য তাঁকে নিয়োগ দেওয়া হয়েছে।

 

অনুশীলনের শুরুতে হালকা রানিংয়ের পর, গা-গরমের ফুটবল খেলেন লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদরা। এরপর দলের সবাইকে একত্রিত করে বেশ কিছুক্ষণ কথা বলেছেন সহকারী কোচ নিক পোথাস। অধিনায়ক সাকিবও যোগ দেন এই আলোচনায়। বেশ লম্বা সময় নিয়ে ক্রিকেটারদের উদ্দেশে কথা বলেছেন সাকিব।
গুয়াহাটি থেকে বিসিবির পাঠানো ভিডিও বার্তায় বাংলাদেশ অধিনায়ককে বলতে শোনা যায়, ‘বিশ্বাস ছাড়া মানুষের পক্ষে কিছু করা সম্ভব না।

অর্জন করাও সম্ভব না। এই পয়েন্ট ক্যারিয়ারে কাজে আসবে।’ 

বোঝাই যাচ্ছে দলের তরুণ ক্রিকেটারদের সঙ্গে নিজের অভিজ্ঞতা ভাগাভাগি করছিলেন সাকিব। সাকিব-মুশফিক-মাহমুদউল্লাহ ছাড়া বড় মঞ্চে খেলার অভিজ্ঞতা বাংলাদেশ দলের বেশিরভাগ ক্রিকেটারের নেই। প্রথমবার বিশ্বকাপ খেলতে গেছেন তাওহিদ হৃদয়-শরীফুল ইসলামরা। বিশ্বকাপের মঞ্চে নামার আগে তাই হয়তো তাঁদের সঙ্গে অভিজ্ঞতা ভাগাভাগি করছিলেন সাকিব।

বিশ্বকাপকে কেন্দ্র করে বাংলাদেশ দলে বিতর্কের আগুন জ্বললেও অনুশীলন কোচিং স্টাফের সঙ্গে ক্রিকেটারদের বেশ ফুরফুরে মেজাজেই দেখা গেছে।