রেকর্ড রান তাড়া করে জিতল পাকিস্তান ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ১১:১৭ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০২৩ নিজস্ব প্রতিনিধি জোড়া সেঞ্চুরিতে শ্রীলঙ্কা বড় লক্ষ্যই দিয়েছিল পাকিস্তানকে। সেই ৩৪৫ রান তাড়া করতে নেমে পাকিস্তানেরও সেঞ্চুরি করেছে দুইজন। ওপেনার আব্দুল্লাহ শফিক ও মোহাম্মদ রিজওয়ানের সেঞ্চুরিতে চার উইকেট হারিয়ে ১০ বল বাকি থাকতে লক্ষ্যে সহজে পৌঁছে যায় পাকিস্তান। এ নিয়ে বিশ্বকাপে লংকানদের বিপক্ষে আট ম্যাচ খেলে আটটিতেই জিতল পাকিস্তান। বিশ্বকাপে এটিই সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড। এর আগে ২০১১ বিশ্বকাপে ইংল্যান্ডের দেয়া ৩২৮ রানের লক্ষ্য তাড়া করে জিতেছিল আয়ারল্যান্ড। যদিও রান তাড়া করতে নেমে ইমাম উল হক ১২ ও বাবর আজম ১০ রানে ফিরে গেলে ধাক্কায় খায় পাকিস্তান। এরপরেই হাল ধরেন পঞ্চম ম্যাচ খেলতে নামা আব্দুল্লাহ শফিক ও অভিজ্ঞ রিজওয়ান। দুইজন মিলে গড়েন ১৭৬ রানের জুটি। বিস্তারিত আসছে SHARES খেলাধুলা বিষয়: পাকিস্তানবিশ্বকাপ
জোড়া সেঞ্চুরিতে শ্রীলঙ্কা বড় লক্ষ্যই দিয়েছিল পাকিস্তানকে। সেই ৩৪৫ রান তাড়া করতে নেমে পাকিস্তানেরও সেঞ্চুরি করেছে দুইজন। ওপেনার আব্দুল্লাহ শফিক ও মোহাম্মদ রিজওয়ানের সেঞ্চুরিতে চার উইকেট হারিয়ে ১০ বল বাকি থাকতে লক্ষ্যে সহজে পৌঁছে যায় পাকিস্তান। এ নিয়ে বিশ্বকাপে লংকানদের বিপক্ষে আট ম্যাচ খেলে আটটিতেই জিতল পাকিস্তান।
বিশ্বকাপে এটিই সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড। এর আগে ২০১১ বিশ্বকাপে ইংল্যান্ডের দেয়া ৩২৮ রানের লক্ষ্য তাড়া করে জিতেছিল আয়ারল্যান্ড। যদিও রান তাড়া করতে নেমে ইমাম উল হক ১২ ও বাবর আজম ১০ রানে ফিরে গেলে ধাক্কায় খায় পাকিস্তান। এরপরেই হাল ধরেন পঞ্চম ম্যাচ খেলতে নামা আব্দুল্লাহ শফিক ও অভিজ্ঞ রিজওয়ান।