ইংলিশ ব্যাটারদের কৃতিত্ব : হাতুরাসিংহে

প্রকাশিত: ১১:১৯ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০২৩

নিজস্ব প্রতিনিধি

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের স্পিনাররা রাখেন বড় ভূমিকা। একই মাঠে ইংল্যান্ডের ব্যাটারদের ঠিক সেভাবে আটকে রাখতে পারেননি তাঁরা। প্রথম ম্যাচের সঙ্গে এই ম্যাচের পার্থক্য বোঝাতে গিয়ে কোচ চন্দিকা হাতুরাসিংহেই সামনে এনেছেন এই তুলনা।
‘প্রথমত আমরা পরিকল্পনা মতো বল করতে পারিনি।

আর আফগানিস্তানের বিপক্ষে একটা পর্যায়ে ম্যাচটা আমাদের পক্ষে এনে দিয়েছিল স্পিনাররা। এদিন ইংলিশদের বুদ্ধিদীপ্ত ব্যাটিংয়ের মুখে তারা সেটা পারেনি।’ অর্থাৎ তুরাসিংহে কৃতিত্বটা দিয়েছেন ইংলিশ ব্যাটারদেরই। 

সেই প্রেক্ষিতেই হয়তোবা তাসকিন হোসেন বোলিং ইউনিটের পাশাপাশি ভাল করার তাগিদ দেখছেন ব্যাটিংয়েও, ‘ভারতের বেশিরভাগ উইকেটই ব্যাটিং সহায়ক।

আমাদের ব্যাটারদের তাই ৩০০ তাড়া করে ম্যাচ জেতার জন্য তৈরী হতে হবে। পাশাপাশি এটাও বলবো, আমাদের বোলারদের চ্যালেঞ্জটা হলো প্রতিপক্ষকে অন্তত ৩০০ রানের মধ্যে বেঁধে রাখা।