টেন্ডুলকারের সেঞ্চুরির রেকর্ড এই বিশ্বকাপেই ভাঙবে কোহলি : পন্টিং

প্রকাশিত: ১১:২৫ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০২৩

নিজস্ব প্রতিনিধি

আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকারের সেঞ্চুরির সংখ্যা ৪৯। স্বদেশী বিরাট কোহলি ৪৭ সেঞ্চুরি নিয়ে আছে তাঁর ঠিক পেছনেই। চলমান বিশ্বকাপেই টেন্ডুলকারের সেঞ্চুরির রেকর্ড ভেঙে দেবেন কোহলিএমনটাই মনে করছেন অস্ট্রেলিয়ার সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিং।

দারুণ এক ইনিংস খেলে এবারের বিশ্বকাপ শুরু করেছেন বিরাট কোহলি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে চাপের মুখে ৮৫ রানের অনবদ্য ইনিংস খেলেছেন। পন্টিং মনে করেন, বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে অন্তত দুটি, এমনকি তিনটি সেঞ্চুরিও করতে পারেন কোহলি। পন্টিং বলেছেন, ‘আমি মনে করি, সে পারবে। অবশ্যই সে দুটি সেঞ্চুরি করবে।
 সংখ্যাটা তিনও হতে পারে।’ 

ভারতের মাটিতে বিশ্বকাপ বলেই কোহলিকে নিয়ে এমন আশার কথা শুনিয়েছেন পন্টিং, ‘ভারতের ভেন্যু, উইকেট সবই বড় রান করার জন্য সহায়ক। আমরা কোহলিকে জানি। এটাই সম্ভবত তার শেষ বিশ্বকাপ।

যদি সে এমন মানসিকতা তৈরি করতে পারে তাহলে সম্ভব। জানি, সে সব সময় রানের জন্য ক্ষুধার্ত থাকে।’ 

৪২৩ ওয়ানডে খেলে ৪৯টি সেঞ্চুরি করেছিলেন শচীন টেন্ডুলকার। আর কোহলির ৪৭ সেঞ্চুরি করতে লেগেছে ২৮২ ম্যাচ।