শফিকের সেঞ্চুরিতে বড় রান তাড়া পাকিস্তানের ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ১১:২৬ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০২৩ নিজস্ব প্রতিনিধি জোড়া সেঞ্চুরিতে শ্রীলঙ্কা বড় লক্ষ্যই দিয়েছে পাকিস্তানকে। সেই ৩৪৪ রান তাড়ায় যেভাবে ব্যাট করা দরকার সেভাবেই এগোচ্ছে পাকিস্তান। ওপেনার আব্দুল্লাহ শফিকের সেঞ্চুরিতে ২ উইকেটেই ২১৩ রান তুলে ফেলে তারা ৩৩ ওভারে। পরের ওভারে শফিক অবশ্য ফিরেছেন ১১৩ রান করে। মোহাম্মদ রিজওয়ান অপরাজিত আছেন ৬৮ রানে। ইমাম উল হক ১২ ও বাবর আজম ১০ রানে ফিরে গেলে সেই ধাক্কাটা কাটিয়েছেন শফিক ও রিজওয়ান। ওয়ানডেতে পঞ্চম ম্যাচে শফিকের এটি প্রথম সেঞ্চুরি। রিজওয়ানের সঙ্গে তাঁর ১৭৬ রানের জুটিতে বড় রান তাড়া করে জয়ের আশায় পাকিস্তান। ক্রিকইনফো SHARES খেলাধুলা বিষয়: আব্দুল্লাহ শফিকপাকিস্তান
জোড়া সেঞ্চুরিতে শ্রীলঙ্কা বড় লক্ষ্যই দিয়েছে পাকিস্তানকে। সেই ৩৪৪ রান তাড়ায় যেভাবে ব্যাট করা দরকার সেভাবেই এগোচ্ছে পাকিস্তান। ওপেনার আব্দুল্লাহ শফিকের সেঞ্চুরিতে ২ উইকেটেই ২১৩ রান তুলে ফেলে তারা ৩৩ ওভারে। পরের ওভারে শফিক অবশ্য ফিরেছেন ১১৩ রান করে।
মোহাম্মদ রিজওয়ান অপরাজিত আছেন ৬৮ রানে। ইমাম উল হক ১২ ও বাবর আজম ১০ রানে ফিরে গেলে সেই ধাক্কাটা কাটিয়েছেন শফিক ও রিজওয়ান। ওয়ানডেতে পঞ্চম ম্যাচে শফিকের এটি প্রথম সেঞ্চুরি। রিজওয়ানের সঙ্গে তাঁর ১৭৬ রানের জুটিতে বড় রান তাড়া করে জয়ের আশায় পাকিস্তান।