আর্জেন্টিনা-বাংলাদেশকে যেভাবে মিলিয়ে দিল ফিফা ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ১১:২০ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২৩ নিজস্ব প্রতিনিধি ফুটবল ঘিরে আর্জেন্টিনা-বাংলাদেশের বন্ধন এখন আর অজানা নয় কারো। গত বিশ্বকাপে আর্জেন্টিনা দলকে নিয়ে বাংলাদেশে যে মাতামাতি, তাতে আর্জেন্টাইনদের দারুণ প্রতিক্রিয়া নজর এড়ায়নি নিশ্চয় ফিফারও। সে কারণেই কি আগামীকাল এশিয়া ও দক্ষিণ আমেরিকা অঞ্চলে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ শুরুর আগে ফিফা বিশ্বকাপের ফেসবুক পেজে এমন অভূতপূর্ব। ছবিটা এডিট করেই তৈরি করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে দক্ষিণ আমেরিকা অঞ্চলের খেলোয়াড়দের সঙ্গে এশিয়ারও কয়েকজন খেলোয়াড় এক দল হয়ে লাইন আপ করেছেন। আসল চমকটা হলো ছবিতে লিওনেল মেসির পাশেই কাঁধে কাঁধ রেখে যিনি দাঁড়িয়েছেন সেই ফুটবলারটি বাংলাদেশের। ১১ জনের ওই দলে মেসি ও বাংলাদেশ এভাবেই পাশাপাশি। বাংলাদেশের যে ফুটবলারটির মুখ ফিফা ব্যবহার করেছে সেটি সাজ্জাদ হোসেনের। সাজ্জাদ যদিও আগামীকাল মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশের বিশ্বকাপ প্রাক-বাছাই প্লে অফের দলে নেই। সেটি হয়তো গুরুত্বপূর্ণও না। ছবিতে আর্জেন্টিনা-বাংলাদেশকে যেভাবে মিলিয়েছে সেটিই এখন সবার আলোচনায়। SHARES খেলাধুলা বিষয়: আর্জেন্টিনাবাংলাদেশ
ফুটবল ঘিরে আর্জেন্টিনা-বাংলাদেশের বন্ধন এখন আর অজানা নয় কারো। গত বিশ্বকাপে আর্জেন্টিনা দলকে নিয়ে বাংলাদেশে যে মাতামাতি, তাতে আর্জেন্টাইনদের দারুণ প্রতিক্রিয়া নজর এড়ায়নি নিশ্চয় ফিফারও। সে কারণেই কি আগামীকাল এশিয়া ও দক্ষিণ আমেরিকা অঞ্চলে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ শুরুর আগে ফিফা বিশ্বকাপের ফেসবুক পেজে এমন অভূতপূর্ব। ছবিটা এডিট করেই তৈরি করা হয়েছে।
যেখানে দেখা যাচ্ছে দক্ষিণ আমেরিকা অঞ্চলের খেলোয়াড়দের সঙ্গে এশিয়ারও কয়েকজন খেলোয়াড় এক দল হয়ে লাইন আপ করেছেন। আসল চমকটা হলো ছবিতে লিওনেল মেসির পাশেই কাঁধে কাঁধ রেখে যিনি দাঁড়িয়েছেন সেই ফুটবলারটি বাংলাদেশের। ১১ জনের ওই দলে মেসি ও বাংলাদেশ এভাবেই পাশাপাশি। বাংলাদেশের যে ফুটবলারটির মুখ ফিফা ব্যবহার করেছে সেটি সাজ্জাদ হোসেনের।
সাজ্জাদ যদিও আগামীকাল মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশের বিশ্বকাপ প্রাক-বাছাই প্লে অফের দলে নেই। সেটি হয়তো গুরুত্বপূর্ণও না। ছবিতে আর্জেন্টিনা-বাংলাদেশকে যেভাবে মিলিয়েছে সেটিই এখন সবার আলোচনায়।