শচীন-গেইলদের ছাড়িয়ে গেলেন রোহিত

প্রকাশিত: ১১:৩০ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২৩

নিজস্ব প্রতিনিধি

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ দিল্লিতে আফগানিস্তানের বিপক্ষে খেলতে নেমে ব্যাট হাতে তাণ্ডব চালান ভারতের অধিনায়ক রোহিত শর্মা। একাধিক রেকর্ড গড়ে ছাড়িয়ে যান শচীন টেন্ডুলকার, রিকি পন্টিং, ক্রিস গেইলদের মতো ক্রিকেটারকে।

আফানিস্তানের দেওয়া ২৭৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরু থেকে ঝড় তোলেন রোহিত। ৩০ বলে অর্ধশতক ও ৬৩ বলে শতক পূর্ণ করেন তিনি।

এতে বিশ্বকাপের সর্বোচ্চ সাত সেঞ্চুরির মালিক বনে যান রোহিত। 

শচীন যেখানে ৪৪ ইনিংসে ছয় সেঞ্চুরিতে এত দিন শীর্ষে ছিলেন, সেখানে মাত্র ১৯ ইনিংসে সাত শতকের মালিক বনে গেলেন রোহিত।

এই ইনিংস খেলার পথে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ ছক্কার মালিক গেইলকেও ছাড়িয়ে যান ভারতীয় অধিনায়ক। এত দিন ৫৫৩ ছক্কা মেরে এই রেকর্ড নিজের করে রেখেছিলেন ক্যারিবীয় ব্যাটিং দানব।