অস্ট্রেলিয়াকে অল্পতে থামাতে পারেনি ইংল্যান্ড

প্রকাশিত: ১১:৩০ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২৩
ছবি : ক্রিকইনফো

নিজস্ব প্রতিনিধি

আহমেদাবাদে অস্ট্রেলিয়ার ব্যাটারদের ইনিংস বড় করতে দেননি ইংল্যান্ডের বোলাররা। তবুও রান এসেছে অজিদের স্কোর বোর্ডে। মারনাস লাবুশেনের সর্বোচ্চ ৭১ রানের সঙ্গে বাকিদের ক্ষুদ্র-ক্ষুদ্র প্রেচেষ্টায় অলআউট হওয়ার আগে ২৮৬ রান তুলেছে অস্ট্রেলিয়া।

হারলে বিদায় তো বটেই, সঙ্গে শঙ্কায় পড়ে যাবে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা।

এমন ম্যাচে টস জিতে অস্ট্রেলিয়াকে আগে ব্যাটিংয়ে পাঠায় ইংল্যান্ড। অধিনায়ক বাটলারের সিদ্ধান্তের সার্থকতা প্রমাণে দেরি করেননি ক্রিস ওকস। 

আগের ম্যাচে উদ্বোধনি জুটিতে ১৭৫ রান তোলা অজি দলে প্রথম আঘাত ১১ রানে। সে ম্যাচে ১০৯ করা হেড আজ সুবিধা করতে পারেননি।

১৫ রান করা ডেভিড ওয়ার্নারকে নিজের দ্বিতীয় শিকার বানান ওকস। 

এরপর স্টিভ স্মিথের সঙ্গে লাবুশেনের ৭৫ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় অস্ট্রেলিয়া। ৪৪ রান করা স্মিথকে ফিরিয়ে এই জুটি ভাঙেন আদিল রশিদ। এই লেগ স্পিনের পরের ওভারে ফেরেন জশ ইংলিস।

তবে অন্য প্রান্তে অর্ধশতক তুলে নেন লাবুশেন। সঙ্গে ক্যামেরুন গ্রিনের ৪৭, মার্কস স্টয়নিসের ৩৫ ও শেষদিকে অ্যাডাম জাম্পার ১৯ বলে ২৯ রানে ২৮৬ রানের চ্যালেঞ্জিং স্কোড় করেছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের হয়ে ওকস সর্বোচ্চ ৪ উইকেট নেন।