আমি কখনো শচীন হতে পারব না : কোহলি

প্রকাশিত: ১১:৫৬ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২৩
সেঞ্চুরির পর বিরাট কোহলি। ছবি : এএফপি

নিজস্ব প্রতিনিধি

৩৫তম জন্মদিনটা এর চেয়ে ভালোভাবে উদযাপন করতে পারতেন না বিরাট কোহলি। বিশেষ দিনটা কোহলি রাঙিয়েছেন ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক শচীন টেন্ডুলকারের কীর্তি ছুঁয়ে। টেন্ডুলকারের ওয়ানডে সেঞ্চুরি ৪৯টি।

স্বদেশি কিংবদন্তির সেই রেকর্ড আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ছুঁয়েছেন কোহলি।

ভারতও ম্যাচ জিতেছে বড় ব্যবধানে। ম্যাচ শেষে রেকর্ড সেঞ্চুরি নিয়ে আবেগ ছুঁয়ে গেছে কোহলিকে, ‘এই পথটা আমার জন্য ভীষণ আবেগের। আমি জানি আমি কোথা থেকে এসেছি, এখন কোথায় আছি। তার (টেন্ডুলকার) কাছ থেকে শুভেচ্ছা বার্তা পাওয়া আমার জন্য অনেক বড় ব্যাপার।
 

ক্যারিয়ারের শুরু থেকেই টেন্ডুলকারের সঙ্গে তুলনা হচ্ছে কোহলির। ক্যারিয়ার যত এগিয়েছে, সেই তুলনা কমেনি, বরং বেড়েছে। তবে নিজেকে টেন্ডুলকারের মতো মনে করেন না কোহলি, ‘এটা (সেঞ্চুরি) আমার জন্য বিশেষ। এই মুহূর্তে অন্য রকম অনুভূত হচ্ছে।

আমার হিরোর রেকর্ড স্পর্শ করা, এটা সত্যিই বিশেষ কিছু। আমি তার ব্যাটিং দেখে বেড়ে উঠেছি। ব্যাটিংয়ের দিক থেকে তিনি নিখুঁত। আমি কখনোই তার মতো হতে পারব না। জীবনে যেটাই ঘটুক, তিনি সব সময় আমার হিরো।