ম্যাথুসের টাইমড আউট নিয়ে যা বললেন মাশরাফি

প্রকাশিত: ১১:৫৯ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২৩
মাশরাফি বিন মর্তুজা। ছবি : কালের কণ্ঠ

নিজস্ব প্রতিনিধি

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ বিচিত্র এক আউটের সঙ্গে ক্রিকেটবিশ্বকে পরিচিত করেছে। যেটা ক্রিকেটের ১৪৬ বছরের ইতিহাসে আগে কখনো ঘটেনি। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ব্যাটার হিসেবে টাইমড আউটের শিকার হয়েছেন শ্রীলঙ্কান ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথুস।

এই আউটের পক্ষে-বিপক্ষে বেশ আলোচনা হচ্ছে।

বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা একটু অন্যভাবে ব্যাপারটা নিয়ে আলোচনায় যোগ দিয়েছেন। রসিকতার মতো এক পোস্টে তিনি লিখেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটের প্রায় দেড় শ বছরের ইতিহাসে ১৯ হাজার ৬৫৭তম ম্যাচে এসে প্রথম টাইমড আউট। যারা এত বছর আগে আইনটা করেছিল, তারা বেঁচে থাকলে আজ নিজেদের গর্বিত ভাবতে পারত।’ 

এমসিসির আইনের ৪০.১.১ নম্বর ধারা অনুযায়ী, একজন ব্যাটার আউট হয়ে যাওয়া বা অবসরের পর নতুন যে ব্যাটার আসবেন, তাকে অথবা অন্য ব্যাটারকে তিন মিনিটের মধ্যে বলের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত হতে হবে।

অন্যথায় যে ব্যাটার নামছেন, তাকে আউট হতে হবে। তবে এবারের বিশ্বকাপের প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, সময়টা দুই মিনিট নির্ধারণ করা হয়েছে। 

ম্যাথুসের ক্ষেত্রে দুটি নিয়মই অতিক্রম করে গেছেন। তাই বাংলাদেশের আবেদনের পরিপ্রেক্ষিতে ম্যাথুসকে আউট দিয়েছেন আম্পায়ার।