দুর্দান্ত জুটির পর সেই ম্যাথুসেই কাটা পড়লেন সাকিব ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ১১:৫৭ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২৩ আউটের পর সাকিব আল হাসান। ছবি : মীর ফরিদ, দিল্লি থেকে নিজস্ব প্রতিনিধি দিল্লির উইকেট এমনিতে ব্যাটিংবান্ধবই হয়ে থাকে। আজকেও তার ব্যতিক্রম না। শ্রীলঙ্কার ২৭৯ রান তাই খুব বড় লক্ষ্য নয় এই মাঠের হিসেবে। কিন্তু ৪১ রানের মধ্যে বাংলাদেশের দুই ওপেনারের উইকেট তুলে নিয়ে লড়াই জমিয়ে তোলার আভাস দেয় শ্রীলঙ্কা। তবে সাকিব আল হাসান ও নাজমুল হোসেন শান্ত অন্যদিনের মতো আজ আর সস্তায় উইকেট দিয়ে আসেননি। বরং তাঁদের দুর্দান্ত এক জুটিতে ভালোভাবেই ম্যাচে আছে বাংলাদেশ। সাকিব আউট হওয়ার আগে সাকিব-শান্ত জুটি থেকে বাংলাদেশ পেয়েছে ১৬৯ রান। কাকতালীয়ভাবে বাংলাদেশ অধিনায়ক আউট হয়েছেন ম্যাথুসের বলে। ম্যাথুসের টাইমড আউটের পর তাঁর বলেই আউট হয়েছেন সাকিব। সাকিব ড্রেসিংরুমে ফেরার পথে হাত দিয়ে কাল্পনিক ঘড়ি দেখাচ্ছিলেন ম্যাথুস। প্রেক্ষাপট নিশ্চয় আপনার না বোঝার কথা নয়। সাকিব ৬৫ বলে ৮২ রান করেছেন। তাঁর ইনিংসে ১২ চার ও ২ ছক্কা। সাকিবের পর ম্যাথুসের পরের ওভারে আউট হয়েছেন নাজমুলও। ১০১ বলে ৯০ রান করেছেন এই বাঁহাতি ব্যাটার। এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ৩৬ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ২৩২ রান। SHARES খেলাধুলা বিষয়: শ্রীলঙ্কাসাকিব আল হাসান
দিল্লির উইকেট এমনিতে ব্যাটিংবান্ধবই হয়ে থাকে। আজকেও তার ব্যতিক্রম না। শ্রীলঙ্কার ২৭৯ রান তাই খুব বড় লক্ষ্য নয় এই মাঠের হিসেবে। কিন্তু ৪১ রানের মধ্যে বাংলাদেশের দুই ওপেনারের উইকেট তুলে নিয়ে লড়াই জমিয়ে তোলার আভাস দেয় শ্রীলঙ্কা।
তবে সাকিব আল হাসান ও নাজমুল হোসেন শান্ত অন্যদিনের মতো আজ আর সস্তায় উইকেট দিয়ে আসেননি। বরং তাঁদের দুর্দান্ত এক জুটিতে ভালোভাবেই ম্যাচে আছে বাংলাদেশ। সাকিব আউট হওয়ার আগে সাকিব-শান্ত জুটি থেকে বাংলাদেশ পেয়েছে ১৬৯ রান। কাকতালীয়ভাবে বাংলাদেশ অধিনায়ক আউট হয়েছেন ম্যাথুসের বলে।
ম্যাথুসের টাইমড আউটের পর তাঁর বলেই আউট হয়েছেন সাকিব। সাকিব ড্রেসিংরুমে ফেরার পথে হাত দিয়ে কাল্পনিক ঘড়ি দেখাচ্ছিলেন ম্যাথুস। প্রেক্ষাপট নিশ্চয় আপনার না বোঝার কথা নয়। সাকিব ৬৫ বলে ৮২ রান করেছেন।
তাঁর ইনিংসে ১২ চার ও ২ ছক্কা। সাকিবের পর ম্যাথুসের পরের ওভারে আউট হয়েছেন নাজমুলও। ১০১ বলে ৯০ রান করেছেন এই বাঁহাতি ব্যাটার। এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ৩৬ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ২৩২ রান।