চূড়ান্ত হয়ে গেছে সেমিফাইনালের চার দল ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ১১:৫৩ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২৩ সংগৃহীত ছবি নিজস্ব প্রতিনিধি বিশ্বকাপ সেমিফাইনালের ৩ দন আগেই নিশ্চিত হয়ে ছিল। বাকি ছিল চতুর্থ দলের অপেক্ষা। একটি আসনের জন্য ত্রিমুখী লড়াইয়ে আফগানিস্তান গতকাল বিদায় নিয়েছে। আজ ইংল্যান্ডের বিপক্ষে অসম্ভব প্রায় সমীকরণ মেলাতে না পারায় বিদায় নিতে হলো পাকিস্তানকে। শেষ দল হিসেবে শেষ চারে নাম লিখিয়েছে নিউজিল্যান্ড। সেমিফাইনালের চার দল হলো; ভারত, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী শীর্ষ দল ভারত খেলবে চার নম্বরে থাকা কিউইদের বিপক্ষে। দ্বিতীয় সেমিফাইনালে লড়বে দুই নম্বরে থাকা প্রোটিয়ারা ও তিন নম্বরে থাকা অজিরা। আগামী ১৫ নভেম্বর মুম্বাইয়ে হবে ভারত-নিউজিল্যান্ড প্রথম সেমিফাইনাল। ফাইনালে ওঠার দ্বিতীয় লড়াইটি হবে ১৬ নভেম্বর কলকাতায়। দুই সেমিফাইনালের জয়ী দল ১৯ নভেম্বর আহমেদাবাদে শিরোপার লড়াইয়ে নামবে। SHARES খেলাধুলা বিষয়: চারদলসেমিফাইনাল
বিশ্বকাপ সেমিফাইনালের ৩ দন আগেই নিশ্চিত হয়ে ছিল। বাকি ছিল চতুর্থ দলের অপেক্ষা। একটি আসনের জন্য ত্রিমুখী লড়াইয়ে আফগানিস্তান গতকাল বিদায় নিয়েছে। আজ ইংল্যান্ডের বিপক্ষে অসম্ভব প্রায় সমীকরণ মেলাতে না পারায় বিদায় নিতে হলো পাকিস্তানকে।
শেষ দল হিসেবে শেষ চারে নাম লিখিয়েছে নিউজিল্যান্ড। সেমিফাইনালের চার দল হলো; ভারত, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী শীর্ষ দল ভারত খেলবে চার নম্বরে থাকা কিউইদের বিপক্ষে। দ্বিতীয় সেমিফাইনালে লড়বে দুই নম্বরে থাকা প্রোটিয়ারা ও তিন নম্বরে থাকা অজিরা।
আগামী ১৫ নভেম্বর মুম্বাইয়ে হবে ভারত-নিউজিল্যান্ড প্রথম সেমিফাইনাল। ফাইনালে ওঠার দ্বিতীয় লড়াইটি হবে ১৬ নভেম্বর কলকাতায়। দুই সেমিফাইনালের জয়ী দল ১৯ নভেম্বর আহমেদাবাদে শিরোপার লড়াইয়ে নামবে।