ছুটছে ফ্রান্স ও জার্মানি ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ১২:১০ পূর্বাহ্ণ, নভেম্বর ১৯, ২০২৩ ফ্রান্স খেলোয়াড়দের উল্লাস। ছবি : এএফপি নিজস্ব প্রতিনিধি তিনে তিন জার্মানির। ছোটদের বিশ্বকাপে জয়রথ ছুটছে জার্মানির কিশেোরদের। ইন্দোনেশিয়ায় অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে শতভাগ জয়ের রেকর্ড অক্ষুণ্ন রেখে জার্মান দলটি ৩-০ গোলে হারিয়েছে দক্ষিণ আমেরিকার দেশ ভেনিজুয়েলাকে। তিন ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এফে’র সেরা হয়ে নকআউটে জায়গা করে নিয়েছে জার্মানি। এই ম্যাচে হেরেও অবশ্য নকআউটে ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের সঙ্গী হয়েছে ভেনিজুয়েলাও। নিউজিল্যান্ডের বিপক্ষে ৪-০ গোলের বড় জয়ে পরের রাউন্ডে জায়গা করে নিয়েছে মেক্সিকোও। ভেনিজুয়েলার সমান ৪ পয়েন্ট মেক্সিকোরও। তবে গোল পার্থক্যে গ্রুপ রানার্স আপ হয়ে পরের রাউন্ডের উঠে মেক্সিকো। জাকার্তা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে খেলা শুরুর বাঁশি বাজার কয়েক সেকেন্ডের মধ্যে রবার্ট রাম্স্যাকের গোলে এগিয়ে যায় জার্মানি। ৪২ মিনিটে ব্যবধান ২-০ করেন এরিক ডা সিলভা মোরেইরা। বিরতির পর ম্যাচে দ্বিতীয়বার লক্ষ্যভেদ করে ব্যবধান ৩-০ করেন রবার্ট রামস্যাক। শতভাগ জয়ের রেকর্ড ধরে রেখে নকআউটে উঠেছে ফ্রান্স অনূর্ধ্ব-১৭ দলও। গতকাল তারা ৩-০ গোলে হারিয়েছে যুক্তরাস্ট্রকে। তিন ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট অর্জন করে গ্রুপ ‘ই’র সেরা হয়ে পরের রাউন্ডে উঠে ফ্রান্স। এই ম্যাচে হেরেও ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স আপ হয়ে নক আউটে জায়গা করে নিয়েছে যুক্তরাস্ট্রও। তবে দক্ষিণ কোরিয়াকে ২-১ গোলে হারিয়েও বিদায় নিতে হয়েছে বুরকিনা ফাসোকে। শেষ ষোলোয় ফ্রান্স কিশোররা খেলবে সেনেগাল অনূর্ধ্ব-১৭ দলের বিপক্ষে। আর জার্মানির প্রতিপক্ষ যুক্তরাস্ট্র। ইএসপিএন SHARES খেলাধুলা বিষয়: জার্মানিফ্রান্স
তিনে তিন জার্মানির। ছোটদের বিশ্বকাপে জয়রথ ছুটছে জার্মানির কিশেোরদের। ইন্দোনেশিয়ায় অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে শতভাগ জয়ের রেকর্ড অক্ষুণ্ন রেখে জার্মান দলটি ৩-০ গোলে হারিয়েছে দক্ষিণ আমেরিকার দেশ ভেনিজুয়েলাকে। তিন ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এফে’র সেরা হয়ে নকআউটে জায়গা করে নিয়েছে জার্মানি।
এই ম্যাচে হেরেও অবশ্য নকআউটে ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের সঙ্গী হয়েছে ভেনিজুয়েলাও। নিউজিল্যান্ডের বিপক্ষে ৪-০ গোলের বড় জয়ে পরের রাউন্ডে জায়গা করে নিয়েছে মেক্সিকোও। ভেনিজুয়েলার সমান ৪ পয়েন্ট মেক্সিকোরও। তবে গোল পার্থক্যে গ্রুপ রানার্স আপ হয়ে পরের রাউন্ডের উঠে মেক্সিকো।
জাকার্তা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে খেলা শুরুর বাঁশি বাজার কয়েক সেকেন্ডের মধ্যে রবার্ট রাম্স্যাকের গোলে এগিয়ে যায় জার্মানি। ৪২ মিনিটে ব্যবধান ২-০ করেন এরিক ডা সিলভা মোরেইরা। বিরতির পর ম্যাচে দ্বিতীয়বার লক্ষ্যভেদ করে ব্যবধান ৩-০ করেন রবার্ট রামস্যাক। শতভাগ জয়ের রেকর্ড ধরে রেখে নকআউটে উঠেছে ফ্রান্স অনূর্ধ্ব-১৭ দলও।
গতকাল তারা ৩-০ গোলে হারিয়েছে যুক্তরাস্ট্রকে। তিন ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট অর্জন করে গ্রুপ ‘ই’র সেরা হয়ে পরের রাউন্ডে উঠে ফ্রান্স। এই ম্যাচে হেরেও ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স আপ হয়ে নক আউটে জায়গা করে নিয়েছে যুক্তরাস্ট্রও। তবে দক্ষিণ কোরিয়াকে ২-১ গোলে হারিয়েও বিদায় নিতে হয়েছে বুরকিনা ফাসোকে। শেষ ষোলোয় ফ্রান্স কিশোররা খেলবে সেনেগাল অনূর্ধ্ব-১৭ দলের বিপক্ষে।