আক্ষেপও আছে মোরসালিনের ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ১১:৫২ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০২৩ মোরসালিনের উচ্ছ্বাস। নিজস্ব প্রতিনিধি দল পিছিয়ে পড়ার পর তাঁর গোলেই ম্যাচে সমতা এসেছে। লেবাননের বিপক্ষে শেষ পর্যন্ত ১ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। তবে বাংলাদেশ পুরো ম্যাচে যেভাবে খেলেছে, যেমন সুযোগ তৈরি করেছে তাতে এই ম্যাচে পিছিয়ে পড়ে সমতা ফেরানো নয় শুধু, জয়টাই হয়তো প্রাপ্য ছিল। অসাধারণ এক গোলে ম্যাচে সমতা ফেরানো মোরসালিনও সেটিই চেয়েছিলেন, ‘আসলে আমাদের লক্ষ্য ড্র ছিল না, আমাদের মূল লক্ষ্য ছিল জেতা। ’ ঘরের মাঠে ভালো খেলেও লেবাননের বিপক্ষে সেই জয় না পাওয়ার কিছুটা আক্ষেপ ছিল কোচ হাভিয়ের কাবরেরার কণ্ঠেও, ‘আমি খুশি খেলোয়াড়দের পারফরম্যান্সে। তবে আমাদের আরো উচ্চাভিলাষী হতে হবে। এই ম্যাচটা জিততে পারলে গ্রুপের ২ নম্বরে থাকতাম আমরা।’ তবে র্যাংকিংয়ে ৭৯ ধাপ এগিয়ে থাকা লেবাননের বিপক্ষে এই ম্যাচের আগেও চাপে ছিল বাংলাদেশ। নতুন করে নিষেধাজ্ঞায় পড়েছিলেন ফরোয়ার্ড রাকিব হোসেন। তাঁর ঘাটতি অনেকটাই পূরণ করতে পেরেছেন মোরসালিন। সেই তৃপ্তি আবার তাঁর কণ্ঠে, ‘রাকিব ভাই দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়, হলুদ কার্ডের কারণে তিনি আজ ছিলেন না। এ কারণে আমাদের ওপর একটু চাপ ছিল। আমরা চেষ্টা করেছি চাপ সুন্দরভাবে পার করে অন্ততপক্ষে ভালো একটা ফল নিয়ে যেন মাঠ ছাড়তে পারি। শেষ পর্যন্ত আমরা ১ পয়েন্ট পেয়েছি। এতেও আমরা খুশি।’ ঘরোয়া ফুটবলে মোহামেডানের জার্সিতে, এরপর সাফে জাতীয় দলের জার্সিতে এবার আবারও জাতীয় দলের হয়ে অসাধারণ গোল করেছেন এই তরুণ। মোরসালিনের চোখে অবশ্য গোলের বিশেষত্ব নয়, তার মাহাত্ম্যটাই বেশি গুরুত্বপূর্ণ, ‘আমার জন্য প্রতিটি গোলই গুরুত্বপূর্ণ। যেহেতু এ ম্যাচে আমরা আগে গোল হজম করেছিলাম, তাই ম্যাচে ফেরার গোলটা খুবই গুরুত্বপূর্ণ ছিল আমাদের জন্য। নিজের গোল নিয়ে আমি অবশ্যই সন্তুষ্ট; তবে আরো বেশি সন্তুষ্ট দলের সবাই ভালো খেলার চেষ্টা করায়। এর আগেও দেখিয়েছি আমরা ঘুরে দাঁড়াতে পারি। আজও সেটি করেছি।’ SHARES খেলাধুলা বিষয়: মোরসালিন
দল পিছিয়ে পড়ার পর তাঁর গোলেই ম্যাচে সমতা এসেছে। লেবাননের বিপক্ষে শেষ পর্যন্ত ১ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। তবে বাংলাদেশ পুরো ম্যাচে যেভাবে খেলেছে, যেমন সুযোগ তৈরি করেছে তাতে এই ম্যাচে পিছিয়ে পড়ে সমতা ফেরানো নয় শুধু, জয়টাই হয়তো প্রাপ্য ছিল। অসাধারণ এক গোলে ম্যাচে সমতা ফেরানো মোরসালিনও সেটিই চেয়েছিলেন, ‘আসলে আমাদের লক্ষ্য ড্র ছিল না, আমাদের মূল লক্ষ্য ছিল জেতা।
’ ঘরের মাঠে ভালো খেলেও লেবাননের বিপক্ষে সেই জয় না পাওয়ার কিছুটা আক্ষেপ ছিল কোচ হাভিয়ের কাবরেরার কণ্ঠেও, ‘আমি খুশি খেলোয়াড়দের পারফরম্যান্সে। তবে আমাদের আরো উচ্চাভিলাষী হতে হবে। এই ম্যাচটা জিততে পারলে গ্রুপের ২ নম্বরে থাকতাম আমরা।’ তবে র্যাংকিংয়ে ৭৯ ধাপ এগিয়ে থাকা লেবাননের বিপক্ষে এই ম্যাচের আগেও চাপে ছিল বাংলাদেশ।
নতুন করে নিষেধাজ্ঞায় পড়েছিলেন ফরোয়ার্ড রাকিব হোসেন। তাঁর ঘাটতি অনেকটাই পূরণ করতে পেরেছেন মোরসালিন। সেই তৃপ্তি আবার তাঁর কণ্ঠে, ‘রাকিব ভাই দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়, হলুদ কার্ডের কারণে তিনি আজ ছিলেন না। এ কারণে আমাদের ওপর একটু চাপ ছিল।
আমরা চেষ্টা করেছি চাপ সুন্দরভাবে পার করে অন্ততপক্ষে ভালো একটা ফল নিয়ে যেন মাঠ ছাড়তে পারি। শেষ পর্যন্ত আমরা ১ পয়েন্ট পেয়েছি। এতেও আমরা খুশি।’ ঘরোয়া ফুটবলে মোহামেডানের জার্সিতে, এরপর সাফে জাতীয় দলের জার্সিতে এবার আবারও জাতীয় দলের হয়ে অসাধারণ গোল করেছেন এই তরুণ। মোরসালিনের চোখে অবশ্য গোলের বিশেষত্ব নয়, তার মাহাত্ম্যটাই বেশি গুরুত্বপূর্ণ, ‘আমার জন্য প্রতিটি গোলই গুরুত্বপূর্ণ।
যেহেতু এ ম্যাচে আমরা আগে গোল হজম করেছিলাম, তাই ম্যাচে ফেরার গোলটা খুবই গুরুত্বপূর্ণ ছিল আমাদের জন্য। নিজের গোল নিয়ে আমি অবশ্যই সন্তুষ্ট; তবে আরো বেশি সন্তুষ্ট দলের সবাই ভালো খেলার চেষ্টা করায়। এর আগেও দেখিয়েছি আমরা ঘুরে দাঁড়াতে পারি। আজও সেটি করেছি।’