নিষেধাজ্ঞা থাকলেও খেলতে পারবে শ্রীলঙ্কা ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ১১:৫৩ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০২৩ আন্তর্জাতিক ক্রিকেট খেলতে বাধা না থাকলেও এখনই আইসিসির সদস্য পদ ফিরে পাচ্ছে না শ্রীলঙ্কা নিজস্ব প্রতিনিধি লঙ্কান ক্রিকেট বোর্ডে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে দেশটির সদস্য পদ কেড়ে নেওয়ার ঘোষণা দেয় আইসিসি। এতে ১০ নভেম্বর থেকে শ্রীলঙ্কান ক্রিকেট নিষেধাজ্ঞায় পড়ে। আজ আহমেদাবাদে আইসিসির বৈঠকে এ নিয়ে আলোচনা হলেও লাভ হয়নি। বহাল রাখা হয়েছে সেই নিষেধাজ্ঞা। যদিও আন্তর্জাতিক ক্রিকেট খেলতে বাধা থাকছে না শ্রীলঙ্কার। আজ বৈঠকে নিজেদের অবস্থান তুলে ধরেন শ্রীলঙ্কার প্রতিনিধিরা। নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আবেদন করা হলেও সেটি বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। তবে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারবে লঙ্কানরা। সুযোগ থাকছে আইসিসির টুর্নামেন্টেও খেলার। কিন্তু এর সঙ্গে শর্ত জুড়ে দিয়েছে আইসিসি। জানিয়েছে, এসএলসি ক্রিকেট পরিচালনা করলেও আইসিসির তহবিলের পুরো অংশ পাবে না। এর আগে ২০১৪-১৫ সময়ে শ্রীলঙ্কার ক্রিকেট চলেছে অন্তর্বর্তীকালীন কমিটির মাধ্যমে। তবে শর্তের ভিত্তিতে অর্থ দিয়েছি আইসিসি। যদিও সে সময় সদস্য পদ বহাল ছিল লঙ্কানদের। এবার এখনই সদস্য পদ ফিরে পাচ্ছে না তারা। সদস্য পদ না থাকায় টুর্নামেন্টে অংশ নেওয়ার সুযোগ থাকলেও ২০২৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজন করতে পারছে না শ্রীলঙ্কা। SHARES খেলাধুলা বিষয়: শ্রীলঙ্কা
লঙ্কান ক্রিকেট বোর্ডে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে দেশটির সদস্য পদ কেড়ে নেওয়ার ঘোষণা দেয় আইসিসি। এতে ১০ নভেম্বর থেকে শ্রীলঙ্কান ক্রিকেট নিষেধাজ্ঞায় পড়ে। আজ আহমেদাবাদে আইসিসির বৈঠকে এ নিয়ে আলোচনা হলেও লাভ হয়নি। বহাল রাখা হয়েছে সেই নিষেধাজ্ঞা।
যদিও আন্তর্জাতিক ক্রিকেট খেলতে বাধা থাকছে না শ্রীলঙ্কার। আজ বৈঠকে নিজেদের অবস্থান তুলে ধরেন শ্রীলঙ্কার প্রতিনিধিরা। নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আবেদন করা হলেও সেটি বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। তবে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারবে লঙ্কানরা।
সুযোগ থাকছে আইসিসির টুর্নামেন্টেও খেলার। কিন্তু এর সঙ্গে শর্ত জুড়ে দিয়েছে আইসিসি। জানিয়েছে, এসএলসি ক্রিকেট পরিচালনা করলেও আইসিসির তহবিলের পুরো অংশ পাবে না। এর আগে ২০১৪-১৫ সময়ে শ্রীলঙ্কার ক্রিকেট চলেছে অন্তর্বর্তীকালীন কমিটির মাধ্যমে।
তবে শর্তের ভিত্তিতে অর্থ দিয়েছি আইসিসি। যদিও সে সময় সদস্য পদ বহাল ছিল লঙ্কানদের। এবার এখনই সদস্য পদ ফিরে পাচ্ছে না তারা। সদস্য পদ না থাকায় টুর্নামেন্টে অংশ নেওয়ার সুযোগ থাকলেও ২০২৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজন করতে পারছে না শ্রীলঙ্কা।