কিংসের বিদেশিদের নিয়ে ভয় মাজিয়ার ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ৯:৩৭ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২৩ আজ অনুশীলনে মাজিয়ার ফুটবলাররা। ছবিঃ কালের কণ্ঠ নিজস্ব প্রতিনিধি এবারের এএফসি কাপে একটি ম্যাচেই জ্বলে উঠতে পারেনি বসুন্ধরা কিংসের বিদেশি ফুটবলাররা। সেই ম্যাচেই হারতে হয়েছিল মাজিয়া স্পোর্টসের কাছে। অবশ্য পরের তিন ম্যাচে ছন্দ ফিরে পায় রবসন রোবিনহো-মিগেল ফিগেইরা-দরিয়েলতনরা। যার সুবাদে তিন ম্যাচে জিতেছে দুইটি, ড্র একটি। এতে ‘ডি’ গ্রুপের চূড়ায় বসেছে বাংলাদেশ চ্যাম্পিয়নরা। আগামী সোমবার কিংস অ্যারেনায় ফিরতি লেগে আবারো মুখোমুখি হচ্ছে বসুন্ধরা কিংস ও মাজিয়া স্পোর্টস। কিংসের বিদেশিরা এই ম্যাচেও যে হুমকি হতে পারে সেজন্য আগেভাগেই পরিকল্পনা সাজিয়ে রেখেছেন মাজিয়া কোচ,‘তাদের দুর্দান্ত কয়েকজন বিদেশি ফুটবলার আছে। যারা পার্থক্য গড়ে দিতে জানে। তাদের নিয়ে আমাদের আলাদা পরিকল্পনা আছে। মাঠে সেটা দেখতে পারবেন।’ এবারের আসরে চার ম্যাচে তিন গোলের সঙ্গে দুইটি অ্যাসিস্ট আছে দরিয়েলতনের। কিংস অ্যারেনায় ওড়িশার বিপক্ষে করেছিলেন জোড়া গোল আর ভুবনেশ্বরে মোহনবাগান ম্যাচে পেয়েছিলেন জালের দেখা। রবসন রোবিনহো চার ম্যাচে করেছেন দুইটি করে গোল ও অ্যাসিস্ট। রোবিনহোর দুইটি গোলই মোহনবাগানের বিপক্ষে দুই লেগে। সেরা ছন্দে আছেন মিগেল ফিগেইরা। তিন ম্যাচে তাঁর গোল দুইটি। মোহনবাগানের বিপক্ষে দৃষ্টিনন্দন গোলের আগে ওড়িশার বিপক্ষে করেছিলেন লক্ষ্যভেদ। এমন ছন্দে থাকা বিদেশিদের নিয়ে প্রতিপক্ষ কোচের বাড়তি ভাবনা থাকাটাও অস্বাভাবিক নয়। SHARES খেলাধুলা বিষয়: কিংসমাজিয়া
এবারের এএফসি কাপে একটি ম্যাচেই জ্বলে উঠতে পারেনি বসুন্ধরা কিংসের বিদেশি ফুটবলাররা। সেই ম্যাচেই হারতে হয়েছিল মাজিয়া স্পোর্টসের কাছে। অবশ্য পরের তিন ম্যাচে ছন্দ ফিরে পায় রবসন রোবিনহো-মিগেল ফিগেইরা-দরিয়েলতনরা। যার সুবাদে তিন ম্যাচে জিতেছে দুইটি, ড্র একটি।
এতে ‘ডি’ গ্রুপের চূড়ায় বসেছে বাংলাদেশ চ্যাম্পিয়নরা। আগামী সোমবার কিংস অ্যারেনায় ফিরতি লেগে আবারো মুখোমুখি হচ্ছে বসুন্ধরা কিংস ও মাজিয়া স্পোর্টস। কিংসের বিদেশিরা এই ম্যাচেও যে হুমকি হতে পারে সেজন্য আগেভাগেই পরিকল্পনা সাজিয়ে রেখেছেন মাজিয়া কোচ,‘তাদের দুর্দান্ত কয়েকজন বিদেশি ফুটবলার আছে। যারা পার্থক্য গড়ে দিতে জানে।
তাদের নিয়ে আমাদের আলাদা পরিকল্পনা আছে। মাঠে সেটা দেখতে পারবেন।’ এবারের আসরে চার ম্যাচে তিন গোলের সঙ্গে দুইটি অ্যাসিস্ট আছে দরিয়েলতনের। কিংস অ্যারেনায় ওড়িশার বিপক্ষে করেছিলেন জোড়া গোল আর ভুবনেশ্বরে মোহনবাগান ম্যাচে পেয়েছিলেন জালের দেখা।
রবসন রোবিনহো চার ম্যাচে করেছেন দুইটি করে গোল ও অ্যাসিস্ট। রোবিনহোর দুইটি গোলই মোহনবাগানের বিপক্ষে দুই লেগে। সেরা ছন্দে আছেন মিগেল ফিগেইরা। তিন ম্যাচে তাঁর গোল দুইটি। মোহনবাগানের বিপক্ষে দৃষ্টিনন্দন গোলের আগে ওড়িশার বিপক্ষে করেছিলেন লক্ষ্যভেদ।