ত্বক ভালো রাখতে দুই সিরাম

প্রকাশিত: ৫:২৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২৩
অনেকেই চান সৌন্দর্যচর্চার পুরোটাই সারতে ঘরোয়া পদ্ধতিতে।

নিজস্ব প্রতিনিধি

ত্বকে ব্যবহারের সিরাম এখন বেশ জনপ্রিয় সৌন্দর্য উপকরণ। বাজারে নানা রকম সিরাম পাওয়া যায়। অনেকেই চান সৌন্দর্যচর্চার পুরোটাই সারতে ঘরোয়া পদ্ধতিতে। তারা কিন্তু চাইলে ঘরেও তৈরি করে নিতে পারেন ফেস সিরাম।

জেনে নিন কিভাবে-
ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর সিরাম 
একটি পরিষ্কার বাটিতে দুই চা চামচ অ্যালোভেরা জেল, তিন চা চামচ গোলাপ জল, পাঁচ ফোঁটা বাদাম তেল এবং দুই ফোঁটা গ্লিসারিন মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিন। চামচ দিয়ে ভালো নেড়ে মিশিয়ে নিন সেটি। একটু দ্রুত যদি মিশ্রণটা মিশিয়ে নেন তাহলে সেটি একটি থকথকে মিশ্রণ তৈরি হবে। এটিই সংরক্ষণ করুন পরিষ্কার পাত্রে।
এই সিরামটি মাসখানেক নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন।
পোড়াভাব দূর করার সিরাম 
দুই চা চামচ শসার রস, এক চা চামচ গোলাপ জল, দুই চা চামচ অ্যালোভেরা জেল, পাঁচ ফোঁটা অলিভ অয়েল, চার-পাঁচ ফোঁটা ল্যাভেন্ডার অ্যাসেনশিয়াল অয়েল। সব জিনিস খুব ভালো করে মিশিয়ে নিন। এটি মূলত পোড়াভাব দূর করে গ্লো ফিরিয়ে আনতে কাজ করে।
এক মাস ফ্রিজে রেখে ব্যবহার করতে পারবেন। এই সিরাম সব ধরনের ত্বকের জন্য উপযুক্ত।