মেকআপের আগে একটুখানি সিরাম ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২৩ প্রাইমারের থেকেও সিরামের এফেক্ট ত্বকে খুব ভালোভাবে হয়। নিজস্ব প্রতিনিধি ছুটির দিন মানেই পুরোপুরি নিজের মতো একটা দিন। কেউ বা নিজেদের মতো পরিকল্পনা করে থাকেন ঘুরতে যাওয়ার, কারো বা আবার দাওয়াত থাকে। ছুটির দিনের পরিকল্পনা যা-ই হোক না কেন, বাড়ি থেকে বেরোনোর আগে একটু সাজগোজ না করলেই না। কেউ একটু ভারি মেকআপে অভ্যস্ত, কেউ আবার হালকা সাজেই স্বস্তি পান। হালকা কিংবা ভারি, যেমনই হোক না কেন, মেকআপের মুখে একটু নিয়মিত ব্যবহারের সিরাম ব্যবহার করে নিতে পারেন। এতে মেকআপ হবে চমৎকার। মেকআপ বেস বা প্রাইমার হিসেবে সিরাম ব্যবহার করতে পারি। সিরাম লাগানোর পর মেকআপ লাগালে সেটি ভালো করে সেট হয় মুখে। যার কারণে মেকআপ করলে সেটা লাউড দেখায় না। এ ছাড়া প্রাইমারের থেকেও সিরামের এফেক্ট ত্বকে খুব ভালোভাবে হয়। কোনো রকম বলিরেখা থেকে দাগ দৃশ্যমান হয় না। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ঠোঁটের কাছে সূক্ষ্ম রেখা দেখা যায়। ঠোঁটের চারপাশে একটু সিরাম লাগিয়ে নিন। এটির সাহায্যে, আপনি যখন ঠোঁটে লিপস্টিক লাগাবেন, তখন আপনার ঠোঁট অনেক বেশি উজ্জ্বল লাগবে এবং দেখতে খুব বড় অর্থাৎ নরম দেখাবে। মেকআপ সেটিং স্প্রে হিসেবে ব্যবহার করতে হবে সিরাম। একটি ছোট স্প্রে বোতলে প্রায় চার থেকে চার ফোঁটা ফিল্টার করা পানি এবং সিরাম মিশিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিন। মেকআপ করার পর মুখ থেকে একটু দূরত্ব রেখে স্প্রে করুন। অয়েল ফ্রি বেস থাকায় আপনার মেকআপ যেমন আছে তেমনই থাকবে। কনসিলার লাগানোর আগে চোখের চারপাশে সিরাম লাগালে চোখের মেকআপে দাগ পড়ে না, অর্থাৎ ছড়িয়ে যায় না। সিরাম মেকআপের একটি মসৃণ ফিনিস দেয়। ভিটামিন সি এবং কোলাজেনের উপস্থিতির কারণে এটি ত্বকে শুষে নেয়। এতে কোনো রকম দাগও হবে না ত্বকের মধ্যে। SHARES লাইফস্টাইল বিষয়: মেকআপসিরাম
ছুটির দিন মানেই পুরোপুরি নিজের মতো একটা দিন। কেউ বা নিজেদের মতো পরিকল্পনা করে থাকেন ঘুরতে যাওয়ার, কারো বা আবার দাওয়াত থাকে। ছুটির দিনের পরিকল্পনা যা-ই হোক না কেন, বাড়ি থেকে বেরোনোর আগে একটু সাজগোজ না করলেই না। কেউ একটু ভারি মেকআপে অভ্যস্ত, কেউ আবার হালকা সাজেই স্বস্তি পান।
হালকা কিংবা ভারি, যেমনই হোক না কেন, মেকআপের মুখে একটু নিয়মিত ব্যবহারের সিরাম ব্যবহার করে নিতে পারেন। এতে মেকআপ হবে চমৎকার। মেকআপ বেস বা প্রাইমার হিসেবে সিরাম ব্যবহার করতে পারি। সিরাম লাগানোর পর মেকআপ লাগালে সেটি ভালো করে সেট হয় মুখে।
যার কারণে মেকআপ করলে সেটা লাউড দেখায় না। এ ছাড়া প্রাইমারের থেকেও সিরামের এফেক্ট ত্বকে খুব ভালোভাবে হয়। কোনো রকম বলিরেখা থেকে দাগ দৃশ্যমান হয় না। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ঠোঁটের কাছে সূক্ষ্ম রেখা দেখা যায়।
ঠোঁটের চারপাশে একটু সিরাম লাগিয়ে নিন। এটির সাহায্যে, আপনি যখন ঠোঁটে লিপস্টিক লাগাবেন, তখন আপনার ঠোঁট অনেক বেশি উজ্জ্বল লাগবে এবং দেখতে খুব বড় অর্থাৎ নরম দেখাবে। মেকআপ সেটিং স্প্রে হিসেবে ব্যবহার করতে হবে সিরাম। একটি ছোট স্প্রে বোতলে প্রায় চার থেকে চার ফোঁটা ফিল্টার করা পানি এবং সিরাম মিশিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিন। মেকআপ করার পর মুখ থেকে একটু দূরত্ব রেখে স্প্রে করুন।
অয়েল ফ্রি বেস থাকায় আপনার মেকআপ যেমন আছে তেমনই থাকবে। কনসিলার লাগানোর আগে চোখের চারপাশে সিরাম লাগালে চোখের মেকআপে দাগ পড়ে না, অর্থাৎ ছড়িয়ে যায় না। সিরাম মেকআপের একটি মসৃণ ফিনিস দেয়। ভিটামিন সি এবং কোলাজেনের উপস্থিতির কারণে এটি ত্বকে শুষে নেয়। এতে কোনো রকম দাগও হবে না ত্বকের মধ্যে।