বিশেষ দিনে বিশেষ কেক ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ১০:০৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০২৩ জন্মদিন উৎসবমুখর করতে বর্ণিল নকশার নানা থিমের কেক পাওয়া যায় এখন। গ্রাফিকস: সোহানুর রহমান নিজস্ব প্রতিনিধি জন্মদিন উদযাপনে একটা কেক তো চাই। জন্মদিন উৎসবমুখর করতে বর্ণিল নকশার নানা থিমের কেক পাওয়া যায় এখন। রন্ধনশিল্পী জান্নাত আরা এনির সঙ্গে কথা বলে লিখেছেন আতিফ আতাউর। রূপকথার গল্প খুব পছন্দ করে রাইসা। ঘুমানোর সময় মায়ের মুখে কল্পরাজ্যের দেওদানোর গল্প শোনা চাই তার। মেয়ের তৃতীয় জন্মদিনে রূপকথার কাল্পনিক চরিত্র দিয়ে সাজানো কেক করেন তিনি। দেখে তো রাইসার চক্ষু কপালে উঠার জোগার। মেয়ের চোখেমুখে এমন বাঁধভাঙা উচ্ছ্বাস, আনন্দ দেখে খুব খুশি হয়েছিলেন মা পারভীন ইমরান। বললেন, একটা ফেসবুক পেজে বিভিন্ন থিমের তৈরি কেকের ছবি দেখেছিলাম। এরপর তাদের জানালাম আমার আইডিয়ার কথা। তারাও সানন্দে রাজি হলো।জন্মদিনে শুধু রাইসাই নয়, আগত সব বাচ্চা ও অতিথিরাও খুব প্রশংসা করেছিলেন রূপকথার থিমের কেকটা। ছেলেকে ডাক্তার বানানোর স্বপ্ন দেখেছিলেন একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা ইব্রাহিম খলিল। ছেলে মেডিক্যাল ভর্তি পরীক্ষায় সুযোগও পায়। এ জন্য ছেলের পরবর্তী জন্মবার্ষিকীর কেকটা সাজিয়েছিলেন ডাক্তার থিমে। কেকের ওপর টেথিস্কোপ, সুই, সুতা, সিরিঞ্জ, কাচি, ট্যাবলেট দেখে প্রথমে সবাই অবাক বনে গিয়েছিলেন। পরে কেকের মাধ্যমে ছেলে নিয়ে দেখা স্বপ্নপূরণের কথাটা সবাইকে জানিয়ে দেন। এমন আরো নানা মজার মজার থিমে সাজানো কেক দিয়ে জন্মদিন উদযাপনের ট্রেন্ড চলছে কয়েক বছর ধরেই। ক্রেতা ও অভিভাবকদের চাওয়াকে প্রাধান্য দিয়ে বেকারি প্রতিষ্ঠানগুলো এমন বর্ণিল কেক তৈরি করে দেয়। বিভিন্ন অনলাইন ও ফেসবুক পেজেও পাওয়া যায় বাহারি কেক। বিভিন্ন অনলাইন ও ফেসবুক পেজেও পাওয়া যায় বাহারি কেক নিজেদের বিয়েবার্ষিকীর ছবি, সন্তানের আঁকা ছবি, ব্যাট-বল, প্রিয় কার্টুন বা চলচ্চিত্রের চরিত্রসহ প্রিয় গাড়ির থিমেও বানিয়ে নেওয়া যায় বাহারি সব কেক। কেকের ওপর প্রিয় কোনো ছড়া বা কবিতার লাইন, বিখ্যাত উক্তি বা মনেরযেকোনো কথামালাও ফুটিয়ে তুলতে পারবেন। প্রিয় মানুষ বা জীবনসঙ্গীর জন্মদিনের কেকও এমন থিমে সাজিয়ে নিতে পারেন। বিয়ের ছবি, হানিমুন বা তাকে নিয়ে নানা লেখা ফুটিয়ে তুলতে পারেন। কিংবা হাড়ি-চুলা কেকসহ কেকের ওপর শাড়ি, চুড়ি ও ফুল ফুটিয়ে তুলুন। পুরুষসঙ্গীর জন্য তার প্রিয় বই, চশমা, ঘড়ি বা প্রিয় স্থানের ছবি কেকের থিমে যোগ করতে পারেন। চকোলেট, ভ্যানিলা, ফরেস্ট, মার্বেল, ভেলভেট, অপেরা, বেরি, ক্যারামেল, অরেঞ্জসহ নানা কেকের ওপর পেস্ট্রি ও ফনটেন্টের সাহায্যে থিমভিত্তিক নকশা ফুটিয়ে তোলা হয়। আল অ্যারাবিয়ান, টেস্টি ট্রিট, আজোয়া, হলি আর্টিজান, সুইস বেকারি, কুপার্স, ব্রেড অ্যান্ড বিয়ন্ড, কিংস কনফেকশনারি থেকে শুরু করে ঢাকার র্যাডিসন ব্লু, রিজেন্সি, লা মেরিডিয়ান, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, ডরিন হোটেল থেকেও কিনতে পারবেন এসব বাহারি কেক। এ ছাড়া বিভিন্ন অনলাইন পেজেও অর্ডার দিয়ে বানিয়ে নেওয়া যাবে। খরচ পড়বে কেমন থিম, কী উপাদান ও কত ওজন তার ওপর। সাধারণ থিমের এক কেজি কেকগুলো পাওয়া যাবে আড়াই হাজার থেকে চার হাজার টাকার মধ্যে। একটু অভিনব ও নান্দনিক থিমে সাজানো কেক পাওয়া যাবে পাঁচ হাজার থেকে ১০ হাজার টাকার মধ্যে। SHARES লাইফস্টাইল বিষয়: উদযাপনকেকজন্মদিন
জন্মদিন উদযাপনে একটা কেক তো চাই। জন্মদিন উৎসবমুখর করতে বর্ণিল নকশার নানা থিমের কেক পাওয়া যায় এখন। রন্ধনশিল্পী জান্নাত আরা এনির সঙ্গে কথা বলে লিখেছেন আতিফ আতাউর। রূপকথার গল্প খুব পছন্দ করে রাইসা।
ঘুমানোর সময় মায়ের মুখে কল্পরাজ্যের দেওদানোর গল্প শোনা চাই তার। মেয়ের তৃতীয় জন্মদিনে রূপকথার কাল্পনিক চরিত্র দিয়ে সাজানো কেক করেন তিনি। দেখে তো রাইসার চক্ষু কপালে উঠার জোগার। মেয়ের চোখেমুখে এমন বাঁধভাঙা উচ্ছ্বাস, আনন্দ দেখে খুব খুশি হয়েছিলেন মা পারভীন ইমরান।
বললেন, একটা ফেসবুক পেজে বিভিন্ন থিমের তৈরি কেকের ছবি দেখেছিলাম। এরপর তাদের জানালাম আমার আইডিয়ার কথা। তারাও সানন্দে রাজি হলো।জন্মদিনে শুধু রাইসাই নয়, আগত সব বাচ্চা ও অতিথিরাও খুব প্রশংসা করেছিলেন রূপকথার থিমের কেকটা।
ছেলেকে ডাক্তার বানানোর স্বপ্ন দেখেছিলেন একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা ইব্রাহিম খলিল। ছেলে মেডিক্যাল ভর্তি পরীক্ষায় সুযোগও পায়। এ জন্য ছেলের পরবর্তী জন্মবার্ষিকীর কেকটা সাজিয়েছিলেন ডাক্তার থিমে। কেকের ওপর টেথিস্কোপ, সুই, সুতা, সিরিঞ্জ, কাচি, ট্যাবলেট দেখে প্রথমে সবাই অবাক বনে গিয়েছিলেন। পরে কেকের মাধ্যমে ছেলে নিয়ে দেখা স্বপ্নপূরণের কথাটা সবাইকে জানিয়ে দেন।
এমন আরো নানা মজার মজার থিমে সাজানো কেক দিয়ে জন্মদিন উদযাপনের ট্রেন্ড চলছে কয়েক বছর ধরেই। ক্রেতা ও অভিভাবকদের চাওয়াকে প্রাধান্য দিয়ে বেকারি প্রতিষ্ঠানগুলো এমন বর্ণিল কেক তৈরি করে দেয়। বিভিন্ন অনলাইন ও ফেসবুক পেজেও পাওয়া যায় বাহারি কেক। বিভিন্ন অনলাইন ও ফেসবুক পেজেও পাওয়া যায় বাহারি কেক নিজেদের বিয়েবার্ষিকীর ছবি, সন্তানের আঁকা ছবি, ব্যাট-বল, প্রিয় কার্টুন বা চলচ্চিত্রের চরিত্রসহ প্রিয় গাড়ির থিমেও বানিয়ে নেওয়া যায় বাহারি সব কেক। কেকের ওপর প্রিয় কোনো ছড়া বা কবিতার লাইন, বিখ্যাত উক্তি বা মনেরযেকোনো কথামালাও ফুটিয়ে তুলতে পারবেন। প্রিয় মানুষ বা জীবনসঙ্গীর জন্মদিনের কেকও এমন থিমে সাজিয়ে নিতে পারেন। বিয়ের ছবি, হানিমুন বা তাকে নিয়ে নানা লেখা ফুটিয়ে তুলতে পারেন। কিংবা হাড়ি-চুলা কেকসহ কেকের ওপর শাড়ি, চুড়ি ও ফুল ফুটিয়ে তুলুন। পুরুষসঙ্গীর জন্য তার প্রিয় বই, চশমা, ঘড়ি বা প্রিয় স্থানের ছবি কেকের থিমে যোগ করতে পারেন। চকোলেট, ভ্যানিলা, ফরেস্ট, মার্বেল, ভেলভেট, অপেরা, বেরি, ক্যারামেল, অরেঞ্জসহ নানা কেকের ওপর পেস্ট্রি ও ফনটেন্টের সাহায্যে থিমভিত্তিক নকশা ফুটিয়ে তোলা হয়। আল অ্যারাবিয়ান, টেস্টি ট্রিট, আজোয়া, হলি আর্টিজান, সুইস বেকারি, কুপার্স, ব্রেড অ্যান্ড বিয়ন্ড, কিংস কনফেকশনারি থেকে শুরু করে ঢাকার র্যাডিসন ব্লু, রিজেন্সি, লা মেরিডিয়ান, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, ডরিন হোটেল থেকেও কিনতে পারবেন এসব বাহারি কেক। এ ছাড়া বিভিন্ন অনলাইন পেজেও অর্ডার দিয়ে বানিয়ে নেওয়া যাবে। খরচ পড়বে কেমন থিম, কী উপাদান ও কত ওজন তার ওপর। সাধারণ থিমের এক কেজি কেকগুলো পাওয়া যাবে আড়াই হাজার থেকে চার হাজার টাকার মধ্যে। একটু অভিনব ও নান্দনিক থিমে সাজানো কেক পাওয়া যাবে পাঁচ হাজার থেকে ১০ হাজার টাকার মধ্যে।