আউট হয়ে প্রতিক্রিয়া দেখানোর কারণ জানালেন ফিলিপস ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ১১:৫৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২৩ এক প্রান্ত আগলে রেখে দারুণ ব্যাটিং করেন ফিলিপস। ছবিঃ মীর ফরিদ নিজস্ব প্রতিনিধি একপ্রান্তে ফিলিপসের আগ্রাসী ব্যাটিংয়ে তখন কিছুটা চাপেই ছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় স্পেলে ফিরে কাইল জেমিসনের পর ফিলিপসকেও ফিরিয়ে নিউজিল্যান্ডকে বেশিদূর এগোতে দেননি শরিফুল ইসলাম। কিউইদের লিড এনে দেওয়া ফিলিপসের ইনিংসটি ৭২ বলে ৮৭ রানের। নিজের ইনিংসটা আরেকটু বড় করার সঙ্গে দলের লিড বাড়াতে না পারায় আউটের পর স্বাভাবিকভাবে হতাশ ছিলেন ফিলিপস। উইকেট ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় কিছু একটা বলছিলেনও। আম্পায়াররা তাঁর কাছে ছুটে গিয়ে কারণ জানতে চাইতে দেখা যায়। কিছুক্ষণ পর রিজার্ভ আম্পায়ার তানভীর আহমেদের তৎপরতা দেখে বোঝা যায়, সাইট স্ক্রিন হয়তো কোনো ঝামেলা হয়েছে। পরে অবশ্য দিনের খেলা শেষে ফিলিপস নিজেই আউটের পর প্রতিক্রিয়া দেখানোর কারণ জানিয়েছেন। নিউজিল্যান্ড ব্যাটার বলেছেন, ‘শরিফুল যখন ডেলিভারিটা করবে, ওই মুহূর্তে সাইট স্ক্রিনের পাশে দিয়ে কেউ হেঁটে গেছেন। আমি বোঝাতে চাচ্ছি, আমার নিজেরই ডেলিভারিটা খেলা থেকে বিরত থাকা উচিত ছিল। এটা আমার মাথায় কাজ করছিল। কিন্তু আমার মনে হয়, আমি একটু দেরি করে ফেলেছিলাম। আমি বলটা ভালোভাবে দেখতে পারিনি এবং আমি সরেও দাঁড়াইনি।’ ফিলিপসের ইনিংসটাই প্রথম ইনিংসে বাংলাদেশের চেয়ে নিউজিল্যান্ডকে এগিয়ে রেখেছিল। যেভাবে খেলছিলেন মনে হচ্ছিল টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটা পেয়ে যাবেন। যদিও শেষ পর্যন্ত সেটা হয়নি। SHARES খেলাধুলা বিষয়: ফিলিপস
একপ্রান্তে ফিলিপসের আগ্রাসী ব্যাটিংয়ে তখন কিছুটা চাপেই ছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় স্পেলে ফিরে কাইল জেমিসনের পর ফিলিপসকেও ফিরিয়ে নিউজিল্যান্ডকে বেশিদূর এগোতে দেননি শরিফুল ইসলাম। কিউইদের লিড এনে দেওয়া ফিলিপসের ইনিংসটি ৭২ বলে ৮৭ রানের। নিজের ইনিংসটা আরেকটু বড় করার সঙ্গে দলের লিড বাড়াতে না পারায় আউটের পর স্বাভাবিকভাবে হতাশ ছিলেন ফিলিপস।
উইকেট ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় কিছু একটা বলছিলেনও। আম্পায়াররা তাঁর কাছে ছুটে গিয়ে কারণ জানতে চাইতে দেখা যায়। কিছুক্ষণ পর রিজার্ভ আম্পায়ার তানভীর আহমেদের তৎপরতা দেখে বোঝা যায়, সাইট স্ক্রিন হয়তো কোনো ঝামেলা হয়েছে। পরে অবশ্য দিনের খেলা শেষে ফিলিপস নিজেই আউটের পর প্রতিক্রিয়া দেখানোর কারণ জানিয়েছেন।
নিউজিল্যান্ড ব্যাটার বলেছেন, ‘শরিফুল যখন ডেলিভারিটা করবে, ওই মুহূর্তে সাইট স্ক্রিনের পাশে দিয়ে কেউ হেঁটে গেছেন। আমি বোঝাতে চাচ্ছি, আমার নিজেরই ডেলিভারিটা খেলা থেকে বিরত থাকা উচিত ছিল। এটা আমার মাথায় কাজ করছিল। কিন্তু আমার মনে হয়, আমি একটু দেরি করে ফেলেছিলাম।
আমি বলটা ভালোভাবে দেখতে পারিনি এবং আমি সরেও দাঁড়াইনি।’ ফিলিপসের ইনিংসটাই প্রথম ইনিংসে বাংলাদেশের চেয়ে নিউজিল্যান্ডকে এগিয়ে রেখেছিল। যেভাবে খেলছিলেন মনে হচ্ছিল টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটা পেয়ে যাবেন। যদিও শেষ পর্যন্ত সেটা হয়নি।