বিপিএলের নেই ডিআরএস ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ২:৩৭ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২৩ ০৫ জানুয়ারি ২০২৩ নিজস্ব প্রতিনিধি জটিল সিদ্ধান্ত সঠিক ও নিখুঁত করার জন্য ক্রিকেট এখন প্রযুক্তির ওপর পুরোমাত্রায় নির্ভরশীল। কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) শুরু থেকে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) থাকছে না। শেষের দিকে থাকতে পারে। প্রযুক্তির সহায়তা না থাকায় শুরুতেই হোঁচট খেল এই দর্শকপ্রিয় টুর্নামেন্ট। এতে ক্ষুব্ধ কোচ ও খেলোয়াড়রা- খালেদ মাহমুদ কোচ, খুলনা টাইগার্স সারা বিশ্বে শুধু একটি প্রতিষ্ঠান ডিআরএসের জোগান দেয়। একসঙ্গে তিনটি টুর্নামেন্ট হচ্ছে বিশ্বময়। এজন্য সমস্যা তৈরি হয়েছে। মোহাম্মদ সালাউদ্দিন কোচ, কুমিল্লা ভিক্টোরিয়ান্স এত বড় টুর্নামেন্ট, ডিআরএস না থাকলে আমাদের তো মন খারাপ হবেই, স্বাভাবিক। একটি ভুল সিদ্ধান্তের দরুন হয়তো আপনি হেরেও যেতে পারেন। বোর্ড অনেক সময় পেয়েছিল। এই সময়ে ডিআরএস রাখার পদক্ষেপ নেওয়া উচিত ছিল। এত বড় একটা টুর্নামেন্টে অবশ্যই ডিআরএস থাকা উচিত। টাকার তো অভাব নেই। মেহেদী হাসান মিরাজ অলরাউন্ডার, ফরচুন বরিশাল আমাদের মাঠে খেলতে হবে। ডিআরএস আমাদের চিন্তা না, আমরা এ নিয়ে কেন ভাবব। চিন্তা করার সময় নেই। আমরা চিন্তা করব কীভাবে পারফর্ম করতে পারি, কীভাবে ভালো খেলতে পারি এসব নিয়ে। এটা বোর্ডের সিদ্ধান্ত। তবে থাকলে ভালো হতো। মোসাদ্দেক হোসেন অলরাউন্ডার, ঢাকা ডরমিনেটর্স প্রথম কথা, এটা আমাদের হাতে নেই। থাকলে ভালো হতো। এখন যা আছে তার সঙ্গেই আমাদের মানিয়ে নিয়ে খেলতে হবে। তাইজুল ইসলাম বাঁ-হাতি স্পিনার, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ডিআরএস না থাকায় প্রভাব পড়বে। কিন্তু কি আর করা। এখন এসব না ভেবে খেলায় মনোযোগ দিতে হবে। SHARES খেলাধুলা বিষয়: