যা-তা অবস্থা বিপিএলের ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ২:৫১ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২৩ ০৫ জানুয়ারি ২০২৩ নিজস্ব প্রতিনিধি ‘বিপিএলের যা-তা অবস্থা। এরচেয়ে ভালো হয় ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ। আমাকে যদি বিপিএলের দায়িত্ব দেওয়া হয়, তাহলে এক থেকে দুই মাসের মধ্যে টুর্নামেন্টের চেহারা বদলে দিতাম,’ কথাগুলো সাকিব আল হাসানের। তিনি বলেন, ‘বিপিএল শুরু হয় প্রথম ম্যাচ মাঠে গড়ানোর পর।’ বুধবার ঢাকায় এক অনুষ্ঠানে বিপিএলের সাত ফ্র্যাঞ্চাইজির অন্যতম ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব এমন বিস্ফোরক মন্তব্য করেন। একথা বলে তিনি বোঝাতে চেয়েছেন যে, পেশাদারিত্বের অভাব প্রবলভাবে অনুভূত হচ্ছে টি ২০ টুর্নামেন্ট বিপিএলে। সাকিবের কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল শুক্রবার শুরু বিপিএল আয়োজনে যদি সিইও হতেন, তাহলে কী ভূমিকা রাখতেন? এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘আমাকে যদি বিপিএলের সিইও’র দায়িত্ব দেওয়া হয়, আমার বেশিদিন লাগবে না। আমার ধারণা, এক থেকে দুই মাস লাগবে সবকিছু ঠিক করতে।’ সাকিব আরও বলেন, ১৬ থেকে ২০ কোটি মানুষের দেশে একটি পছন্দের খেলার বাজার থাকবে না, এটা বিশ্বাস করা কঠিন। এটা খুবই দুঃখজনক। আমি অন্তত এটা বিশ্বাস করি না। আমার ধারণা, এটা মার্কেটিংয়ের জায়গা থেকে অবশ্যই একটা বড় ব্যর্থতা। যে কারণেই আমরা আসলে একটা বাজার তৈরি করতে পারিনি।’ সাকিবের মন্তব্যের প্রতি সমর্থন জানিয়ে যমুনা টিভির রাত ৮টার নিয়মিত অনুষ্ঠান ‘স্পোর্টস লাইভে’ সাবেক অধিনায়ক রকিবুল হাসান অভিন্ন মত ব্যক্ত করেন। তিনি বলেন, ‘বিপিএল সফলভাবে আয়োজনের জন্য সাবেক খেলোয়াড়দের নিয়ে একটি পেশাদার টিম গঠন করা উচিত। যারা সুন্দর ও সুষ্ঠুভাবে এই টুর্নামেন্ট আয়োজনে তাদের অভিজ্ঞতা কাজে লাগাবেন।’ SHARES খেলাধুলা বিষয়: