শাকিলের প্রথম টেস্ট সেঞ্চুরি

প্রকাশিত: ২:৫৪ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২৩

০৫ জানুয়ারি ২০২৩

নিজস্ব প্রতিনিধি

আগেরদিন শেষ উইকেট জুটিতে ১০৪ রান তুলেছিল নিউজিল্যান্ড। কাল পঞ্চম উইকেটে ১৫০ রান যোগ করে পাকিস্তান। তবু দিনটা তাদের হয়নি। ৬৫ রানে চার এবং শেষ তিন উইকেট হারায় তারা ১২ রানে। বুধবার করাচিতে দ্বিতীয় টেস্টের তৃতীয়দিন এগিয়ে রইল নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে তাদের ৪৪৯ রানের জবাবে পাকিস্তান ৪০৭/৯-এ দিনটা শেষ করেছে ৪২ রানে পিছিয়ে থেকে।

লোয়ার-অর্ডারের বিপর্যয়ে পাকিস্তানের এই দুরবস্থা। শুধু সাউদ শাকিল অপরাজিত থাকেন। ৩৩৬ বল খেলে ১২৪ রান করেন তিনি। এটি তার প্রথম টেস্ট সেঞ্চুরি। দিনের শেষ সেশনে স্বাগতিকরা মাত্র ৭০ রান তোলে ৩১ ওভারে। এর মধ্যে ৩৪ রান হয় দিনের শেষ ১০ ওভারে।

চা-বিরতির পর শাকিল ৯৪ বলে মাত্র ২৩ রান করেন। এজাজ প্যাটেল তাদের জুটি ভাঙার আগে শাকিল ও আগা সালমান ৫৩ রান তোলেন ২৫ ওভারে। সালমান ৪১ রানে থামেন ৭৮ বল খেলে। দুই কিউই স্পিনার এজাজ প্যাটেল (৩/৮৮) এবং ইশ সোধি (২/৯৪) পাঁচ উইকেট নিজেদের মধ্যে ভাগ করে নেন।

সংক্ষিপ্ত স্কোর

নিউজিল্যান্ড প্রথম ইনিংস ৪৪৯।

পাকিস্তান প্রথম ইনিংস ৪০৭/৯ (ইমাম-উল-হক ৮৩, শান মাসুদ ২০, বাবর আজম ২৪, সাউদ শাকিল ১২৪*, সরফরাজ আহমেদ ৭৮, আগা সালমান ৪১। এজাজ প্যাটেল ৩/৮৮, ইশ সৌধি ২/৯৪)।