গোলাপের পাপড়ির নির্যাস ত্বককে সতেজ করে ও সৌন্দর্য বজায় রাখে। ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ১২:৪১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০২৩ ক্লান্তিকর দিন শেষে একটা তুলার বলে খানিকটা গোলাপজল নিয়ে কিংবা মুখে সরাসরি স্প্রে করে নিলে মুহুর্তেই সজীব হয়ে ওঠে ত্বক। নিজস্ব প্রতিনিধি ত্বকের যত্নে গোলাপজলের ব্যবহার হয়ে আসছে যুগ যুগ ধরে। গোলাপের পাপড়ির নির্যাস ত্বককে সতেজ করে। তাই ক্লান্তিকর দিন শেষে একটা তুলার বলে খানিকটা গোলাপজল নিয়ে কিংবা মুখে সরাসরি স্প্রে করে নিলে মুহুর্তেই সজীব হয়ে ওঠে ত্বক। এ ছাড়াও নানাভাবে ব্যবহার করা যায় গোলাপজল। জেনে নিন সেসব-মাস্ক লাগানোর আগে সপ্তাহান্তে ছুটির দিনে অনেকেই ত্বকের বিশেষ যত্ন হিসেবে শিট মাস্ক ব্যবহার করে থাকেন। শিট মাস্ক লাগানোর আগে ত্বক পরিষ্কার করে তুলা দিয়ে গোলাপজল লাগান। গোলাপজল শিট মাস্কের প্রভাব দ্বিগুণ করে দেবে। শুষ্কতা ও রুক্ষতা দূর করতে ত্বক মলিন দেখায় শুষ্কতা ও রুক্ষতার কারণে। ত্বক যদি শুষ্ক আর খসখসে হয় তাহলে বোতলে গোলাপজল রেখে স্প্রে করুন। ভেজা ভেজা ভাব রেখেই লোশন লাগিয়ে নিন। শুষ্ক ভাব অনেকটাই দূর হবে।গোসলের পানিতে গোলাপজল সারা দিনের কাজকর্মের ক্লান্তি আর স্ট্রেস দূর করতে গোসলের পানিতে অল্প গোলাপজল মিশিয়ে নিন। সতেজ, সজীব ভাবের পাশাপাশি হয়ে উঠুন সুগন্ধিত ও সুরভিত।মেকআপের আগে মেকআপ করার আগে মুখে একটু গোলাপজল স্প্রে করে নিন। মেকআপ অনেকক্ষণ থাকবে এবং ফ্রেশ দেখাবে। SHARES লাইফস্টাইল বিষয়: গোলাপজলত্বকসৌন্দর্য
ত্বকের যত্নে গোলাপজলের ব্যবহার হয়ে আসছে যুগ যুগ ধরে। গোলাপের পাপড়ির নির্যাস ত্বককে সতেজ করে। তাই ক্লান্তিকর দিন শেষে একটা তুলার বলে খানিকটা গোলাপজল নিয়ে কিংবা মুখে সরাসরি স্প্রে করে নিলে মুহুর্তেই সজীব হয়ে ওঠে ত্বক। এ ছাড়াও নানাভাবে ব্যবহার করা যায় গোলাপজল।
জেনে নিন সেসব-মাস্ক লাগানোর আগে সপ্তাহান্তে ছুটির দিনে অনেকেই ত্বকের বিশেষ যত্ন হিসেবে শিট মাস্ক ব্যবহার করে থাকেন। শিট মাস্ক লাগানোর আগে ত্বক পরিষ্কার করে তুলা দিয়ে গোলাপজল লাগান। গোলাপজল শিট মাস্কের প্রভাব দ্বিগুণ করে দেবে। শুষ্কতা ও রুক্ষতা দূর করতে ত্বক মলিন দেখায় শুষ্কতা ও রুক্ষতার কারণে।
ত্বক যদি শুষ্ক আর খসখসে হয় তাহলে বোতলে গোলাপজল রেখে স্প্রে করুন। ভেজা ভেজা ভাব রেখেই লোশন লাগিয়ে নিন। শুষ্ক ভাব অনেকটাই দূর হবে।গোসলের পানিতে গোলাপজল সারা দিনের কাজকর্মের ক্লান্তি আর স্ট্রেস দূর করতে গোসলের পানিতে অল্প গোলাপজল মিশিয়ে নিন।
সতেজ, সজীব ভাবের পাশাপাশি হয়ে উঠুন সুগন্ধিত ও সুরভিত।মেকআপের আগে মেকআপ করার আগে মুখে একটু গোলাপজল স্প্রে করে নিন। মেকআপ অনেকক্ষণ থাকবে এবং ফ্রেশ দেখাবে।