ভয়াবহ দুর্ঘটনায় রেসিং চ্যাম্পিয়নশিপে তারকার মৃত্যু

প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২৩

০৯ জানুয়ারি ২০২৩

নিজস্ব প্রতিনিধি

জাতীয় রেসিং চ্যাম্পিয়নশিপে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু রণ করেন রেসার কে ই কুমার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর।

স্যালুন কার রেসিংয়ের সময়ে নিয়ন্ত্রণ হারিয়ে আরেক প্রতিযোগীর গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে কে ই কুমারের গাড়িটি উল্টে যায়। ঘনটাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন জনপ্রিয় রেসার কে ই কুমার।

এমআরএফ এমএমএফসি ইন্ডিয়ান কার রেসিং চ্যাম্পিয়নশিপের আসর এদিন বসেছিল চেন্নাইয়ের মাদ্রাজ ইন্টারন্যাশনাল সার্কিটে। সেখানেই ঘটে যায় এ দুর্ঘটনা।

দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে দেখানো হয় লাল পতাকা। থামিয়ে দেওয়া হয় রেস। ধ্বংসস্তূপের মধ্যে থেকে তাৎক্ষণিক বের করা হয় কে ই কুমারকে। তাকে সাথে সাথেই নেওয়া হয় ট্র্যাকের পাশের মেডিকেল সেন্টারে। হাসপাতালের ডাক্তাররা শত চেষ্টা করেও চোটগ্রস্ত কুমারকে বাঁচাতে পারেননি।

প্রতিযোগিতার চেয়ারম্যান ভিকি চন্দক জানিয়েছেন, অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। কে ই কুমার একজন অভিজ্ঞ রেসার ছিলেন। বেশ কয়েক দশক ধরে আমি ওকে চিনতাম। আমার বন্ধু ছিল। একটা সময় আমার প্রতিপক্ষও ছিল। বিষয়টি নিয়ে আমাদের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে। ওর পরিবারের প্রতি আমাদের সমবেদনা।