চুলের নানা সমস্যাকে বিদায় জানাতে ছয় পদ্ধতি

প্রকাশিত: ১২:৩৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ২০, ২০২৪
এমন ছয়টি পদ্ধতি জেনে নিন, যা কাজ করে চুল পড়া রোধে।

নিজস্ব প্রতিনিধি

শীত এলে চুল পড়ার মাত্রা যে বেড়ে যায় কয়েক গুণ, তা বলাই বাহুল্য। এ সমস্যাকে বিদায় জানাতে কত কিছুই না করতে হয়। কিন্তু সব সময় যে উপকার পাওয়া যায়, এমনটা নয়। এমন ছয়টি পদ্ধতি জেনে নিন, যা কাজ করে চুল পড়া রোধে।

যেহেতু ঘরে থাকা উপাদানেই এ পদ্ধতিগুলো অনুসরণ করা যায়, তাই আর দেরি কেন! জেনে নিন সেসব। 

গ্রিন টি : এতে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট, যা শুধু চুল পড়া বন্ধই করে না, চুল গজাতেও সাহায্য করে। কয়েক দিন ব্যবহার করলেই দারুণ ফল পাওয়া যায়। নিয়মিত মাথায় গ্রিন টি ব্যবহার করুন।

এ ছাড়া দিনে এক কাপ করে গ্রিন টি পান করুন। উপকার পাবেন 

আমলকী : প্রাচীনকাল থেকেই আমলকী ব্যবহার হয়ে আসছে চুলের যত্নে। এটি চুল পড়া রোধেও বেশ কার্যকর। প্রচুর পরিমাণে ভিটামিন সি সমৃদ্ধ হওয়ায় চুলের গোড়া মজবুত ও শক্তিশালী করতে এর বিকল্প নেই।

এ ছাড়া এতে বিদ্যমান অ্যান্টি-অক্সিডেন্ট ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান খুশকি প্রতিরোধেও দারুণ কাজ করে। তাই নিয়মিত আমলকী খান। মাথায়ও এর রস লাগান। 

পেঁয়াজের রস : এতে প্রচুর পরিমাণে সালফার রয়েছে। তাই এটি চুলের জন্য দারুণ উপকারী।

চুলের গোড়া শক্ত করতে এর জুড়ি মেলা ভার। মাথার খুশকি দূরেও এটি দারুণ কাজ করে। নিয়মিত মাথায় পেঁয়াজের রস লাগালে চুলের নানা সমস্যাকে বিদায় জানানো সম্ভব। 

নিমপাতা : নিমে রয়েছে বহু ঔষধি গুণ। চুল পড়া আটকাতেও এটি দারুণ কার্যকর। এতে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিইনফ্লেমেটরি উপাদান। যা চুলের গোড়া নরম করে খুশকি দূর করে পুষ্টি জোগায়। ফলে চুল আরো প্রাণবন্ত ও শক্তিশালী হয়ে ওঠে। ফলে চুল পড়া কমে।

গরম তেল ম্যাসাজ : নারকেল বা বাদামের তেল গরম করুন। এরপর আঙুল দিয়ে তা মাথার ত্বকে ব্যবহার করুন। এতে চুলের গোড়া শক্ত হবে। নিয়মিত ব্যবহারে চুল পড়া বন্ধ হবে। নতুন চুলও গজাতে পারে মাথায়।

কলা, তেল ও মধুর মিশ্রণ : চুলের যত্নে আমরা নানা ধরনের ওষুধ ব্যবহার করে থাকি। তবে তার অনেকগুলোই চুলের জন্য স্বাস্থ্যকর নয়। এতে চুল পড়ার আশঙ্কা বাড়ে। এর বদলে কলা, নারকেল তেল, অলিভ ওয়েল ও মধুর মিশ্রণ ব্যবহার করতে পারেন। এটি নিয়মিত ব্যবহারে চুল পড়া কমে।