পানির সঙ্গে বেকিং পাউডার মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করে সাদা কাপড় ধবধবে রাখার উপায় ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ১২:১৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২৪ সাদা কাপড় থাকুক ধবধবে সাদা। ছবি: সংগৃহীত নিজস্ব প্রতিনিধি সাদা কাপড়ে একটু দাগ লাগলেই সৌন্দর্য যেন ম্লান হয়ে যায়। কেবল তাই নয় এর ধবধবে ভাব চলে গেলেও ভালো দেখায় না। সাদা কাপড় ধবধবে রাখতে যা করতে পারেন জেনে নিন- সাবান পানি দিয়ে কাপড় ধুয়ে ফেলার পর এই পদ্ধতিটি মেনে চলতে পারেন। এক বালতি পানিতে ৫০ মিলিলিটার সাদা ভিনেগার মিশিয়ে নিন। এবার এর মধ্যে সাদা কাপড় আধ ঘণ্টা মতো ভিজিয়ে রাখুন। আলাদা করে পানি দিয়ে ধোয়ার প্রয়োজন নেই। কাপড় থেকে ভিনেগার মেশানো পানি ঝরিয়ে রোদে শুকিয়ে নিন। এতে সাদা পোশাক আরও উজ্জ্বল সাদা হয়ে যাবে। পানির সঙ্গে বেকিং পাউডার মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করে নিন। এর মধ্যে সাবান দিয়ে ধুয়ে রাখা সাদা কাপড় ভিজিয়ে ৩০ মিনিট রেখে দিন। এবার পানি দিয়ে ধুয়ে ফেলুন। সাদা কাপড় ঝকঝক করবে। এক বালতি গরম পানিতে ১ টেবিল চামচ ডিটারজেন্ট মিশিয়ে ১৫ মিনিট সাদা কাপড় ভিজিয়ে রাখুন। তারপর কাপড়টি তুলে দাগের উপর কিছুটা বেকিং পাউডার ছিটিয়ে দিন। বেকিং পাউডার দিয়ে কিছুক্ষণ ঘষুন। ১০ মিনিট কাপড় ভিজিয়ে রাখার পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। সাদা কাপড়ে লাগা দাগ সহজেই উঠে যাবে। সাদা কাপড় লেবুর রস মেশানো পানিতে ভিজিয়ে কিছুক্ষণ রেখে দিন। এবার ভালো করে ঘষে সাবান পানি দিয়ে ধুয়ে ফেলুন। এভাবে সাদা কাপড় লেবুর রস দিয়ে ধুলে নতুনের মতো হয়ে যায়। সারা রাত লেবুর রস মেশানো পানিতে কাপড় ডুবিয়ে রাখা যায়। লেবু রসের ব্লিচিং উপাদান সাদা কাপড়কে আরও সাদা করে তোলে। SHARES লাইফস্টাইল বিষয়: যত্নসাদা কাপড়
সাদা কাপড়ে একটু দাগ লাগলেই সৌন্দর্য যেন ম্লান হয়ে যায়। কেবল তাই নয় এর ধবধবে ভাব চলে গেলেও ভালো দেখায় না। সাদা কাপড় ধবধবে রাখতে যা করতে পারেন জেনে নিন- সাবান পানি দিয়ে কাপড় ধুয়ে ফেলার পর এই পদ্ধতিটি মেনে চলতে পারেন। এক বালতি পানিতে ৫০ মিলিলিটার সাদা ভিনেগার মিশিয়ে নিন।
এবার এর মধ্যে সাদা কাপড় আধ ঘণ্টা মতো ভিজিয়ে রাখুন। আলাদা করে পানি দিয়ে ধোয়ার প্রয়োজন নেই। কাপড় থেকে ভিনেগার মেশানো পানি ঝরিয়ে রোদে শুকিয়ে নিন। এতে সাদা পোশাক আরও উজ্জ্বল সাদা হয়ে যাবে।
পানির সঙ্গে বেকিং পাউডার মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করে নিন। এর মধ্যে সাবান দিয়ে ধুয়ে রাখা সাদা কাপড় ভিজিয়ে ৩০ মিনিট রেখে দিন। এবার পানি দিয়ে ধুয়ে ফেলুন। সাদা কাপড় ঝকঝক করবে।
এক বালতি গরম পানিতে ১ টেবিল চামচ ডিটারজেন্ট মিশিয়ে ১৫ মিনিট সাদা কাপড় ভিজিয়ে রাখুন। তারপর কাপড়টি তুলে দাগের উপর কিছুটা বেকিং পাউডার ছিটিয়ে দিন। বেকিং পাউডার দিয়ে কিছুক্ষণ ঘষুন। ১০ মিনিট কাপড় ভিজিয়ে রাখার পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। সাদা কাপড়ে লাগা দাগ সহজেই উঠে যাবে।
সাদা কাপড় লেবুর রস মেশানো পানিতে ভিজিয়ে কিছুক্ষণ রেখে দিন। এবার ভালো করে ঘষে সাবান পানি দিয়ে ধুয়ে ফেলুন। এভাবে সাদা কাপড় লেবুর রস দিয়ে ধুলে নতুনের মতো হয়ে যায়। সারা রাত লেবুর রস মেশানো পানিতে কাপড় ডুবিয়ে রাখা যায়। লেবু রসের ব্লিচিং উপাদান সাদা কাপড়কে আরও সাদা করে তোলে।