নেত্রকোনার দুর্গাপুরে রক্তদানে উৎসাহী মাদক মুক্ত সমাজ বিনির্মানে সেমিনার অনুষ্ঠিত। ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ১১:৪৭ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২৩ নিজস্ব প্রতিনিধি। নেত্রকোনার দুর্গাপুরে সমাজসেবা কার্যালয় থেকে নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী সংগঠন এসবি রক্তদান সমাজ কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে রক্তদানে উৎসাহ ও মাদকমুক্ত সমাজ বিনির্মাণে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে পৌর শহরের এম কে সি এম পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় ক্লাস কক্ষে প্রতিষ্ঠানের ছাত্রদের অংশগ্রহনে এ সেমিনার হয়। সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রাজীব উল আহসান। এসবি রক্তদান সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা সুসং আদর্শ বিদ্যানিকেতনের সাবেক প্রধান শিক্ষক এ কে এম ইয়াহিয়ার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উক্ত ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি সৈকত সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এম কে সি এম পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কে এম মাহামুদুল হাসান, ডা. জীবন, প্রেসক্লাব সাধারন সম্পাদক জামাল তালুকদার, উক্ত ফাউন্ডেশনের উপদেষ্টা আমিনুল হক প্রমুখ। বক্তারা রক্তদানে উৎসাহ ও মাদকমুক্ত সমাজ বিনির্মাণে প্রয়োজনীয় বিষয়গুলো ছাত্রদের মাঝে তুলে ধরেন। সেমিনার শেষে উক্ত বিদ্যালয়ে এসবি রক্তদান সমাজ কল্যাণ ফাউন্ডেশনের শাখা উদ্বোধন করা হয়। এর মাধ্যমে ওই প্রতিষ্ঠানের কারো রক্তের প্রয়োজন হলে সহজেই ফাউন্ডেশনের সদস্যদের সাথে যোগাযোগ করতে পারবে। SHARES মতামত বিষয়: