ময়মনসিংহের গৌরীপুরে শালিহর বধ্যভুমিতে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত।

প্রকাশিত: ৮:১৩ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০২৩

দিলীপ কুমার দাস ময়মনসিংহ।

ময়মনসিংহের গৌরীপুরে শালিহর বধ্যভুমিতে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত হয়েছে।

১৯৭১ সালের ২২ আগস্ট পাকবাহিনী ও তাদের দোসররা বাড়ি থেকে ধরে নিয়ে ব্রাশফায়ারে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ২নং গৌরীপুর ইউনিয়নের ১৪ নিরীহ গ্রামবাসীকে হত্যা করে।

পরে নিহত সকল গ্রামবাসীদের একসাথে গণ কবর দেওয়া দেয় তারা। এইদিনটিকে গৌরীপুরের গণহত্যা দিবস হিসেবে পালন করা হয়।

উক্ত গণহত্যা দিবসে শালীহর বধ্যভুমিতে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও পুষ্পমাল্য অর্পন করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা। এ সময় উপস্থিত ছিলেন
সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জুয়েল, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, আব্দুল মুন্নাফ, আওয়ামীনেতা অজিত মোদক, এড্ জসিম উদ্দিন, সাবেক মেম্বার একলাশ উদ্দিন নয়ন, উজ্জল সহ আওয়ামীলীগের বিভিন্ন সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।