ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ ডিগ্রী কলেজের সাবেক ভিপি সালেহ আহমদ সোহেলের ২৪ তম মৃত্যুবার্ষিকী।

প্রকাশিত: ১০:১৬ অপরাহ্ণ, মে ১৭, ২০২৩

নিজস্ব প্রতিনিধি।

আজ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ঈশ্বরগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক ভিপি সালেহ আহমদ সোহে
লের ২৪ তম মৃত্যু বার্ষিকী আজ।

১৯৯৯ সালের ১৭ মে ছাত্রশিবিরের একদল ক্যাডার মিছিল নিয়ে স্টেশন রোডে যাওয়ার পথে জেলা পরিষদ ডাকবাংলোর সামনে ছাত্রলীগ কর্মীদের ওপর গুলি চালায়। এ সময় গুলিবিদ্ধ হন তৎকালীন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ঈশ্বরগঞ্জ কলেজের ছাত্র সংসদের ভিপি চরপুম্বাইল গ্রামের সালেহ আহম্মেদ সোহেলসহ ছাত্রলীগের আরও কয়েকজন নেতাকর্মী।

পরে গুলিবিদ্ধ সোহেলকে ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। হত্যাকান্ডের পর নিহত সোহেলের বড় ভাই শাকিল আহম্মেদ রাসেল বাদী হয়ে শিবিরের ১২ জন ক্যাডারকে অভিযুক্ত করে ঈশ্বরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ১২ জনকে অভিযুক্ত করে আদালতে চুড়ান্ত প্রতিবেদন (চার্জশিট) দাখিল করে।

মামলার বাদী সোহেলের ভাই শাকিল আহম্মেদ রাসেল জানান, পুলিশ চার্জশিট দাখিল করলে ২০০৩ সালে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে মামলার ৩ আসামির নাম বাদ দেওয়া হয়। ওই তিন আসামির নাম বাদ দেওয়ায় তিনি উচ্চ আদালতে আপিল করেন বাদ দেওয়া নাম অন্তর্ভুক্তির জন্য। উক্ত বিষয়টি নিয়ে উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে ।