এক ম্যাচ হাতে রেখেই অস্ট্রেলিয়ার সিরিজ জয় ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২৩ নিজস্ব প্রতিনিধি সামনে ওয়ানডে বিশ্বকাপ। এর আগে টি-টোয়েন্টি সিরিজ খেলছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। বুধবার প্রথম টি-টোয়েন্টিতে ১১১ রানের জয়ের পর দ্বিতীয় ম্যাচেও জিতল অজিরা। শুক্রবার রাতে ডারবানে মিচেল মার্শের দল জিতেছে ৮ উইকেটে। এই জয়ের ফলে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া। ১৬৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ঝড় তোলেন অজি ওপেনার ম্যাথিউ শর্ট। তার সঙ্গী ট্রাভিস হেড অবশ্য খুব বেশি এগুতে পারেননি। ১৭ বলে ১৮ রান করে আউট হয়ে যান। তবে প্রোটিয়া বোলারদের ওপর মূল ঝড়টা বইয়ে দেন ম্যাথিউ শর্ট এবং মিচেল মার্শ। ১০০ রানের জুটি গড়েন দু’জন। ৩০ বলে ৬৬ রানের ইনিংস খেলেন শর্ট। ৭টি বাউন্ডারির সঙ্গে ৪টি ছক্কার মার মারেন তিনি। অধিনায়ক মিচেল মার্শ ৩৯ বলে ৭৯ রানে অপরাজিত থাকেন। ৮টি বাউন্ডারির সঙ্গে ৬টি ছক্কা হাঁকান তিনি। ৩১ বল হাতে রেখেই জয়ের বন্দরে নোঙর করে অস্ট্রেলিয়া। এর আগে টস হেরে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে ১৬৪ রান তোলে প্রোটিয়ারা। সর্বোচ্চ ৪৯ রান করেন অধিনায়ক এইডেন মারক্রাম। ৩৫ রান করেন টেম্বা বাভুমা। ২৭ রান করেন ট্রিস্টান স্টাবস। অস্ট্রেলিয়ার শন অ্যাবট ম্যাচসেরা হয়েছেন। তিনি ৪ ওভারে ২২ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন। SHARES খেলাধুলা বিষয়: অস্ট্রেলিয়ার সিরিজ
৩৫ রান করেন টেম্বা বাভুমা। ২৭ রান করেন ট্রিস্টান স্টাবস। অস্ট্রেলিয়ার শন অ্যাবট ম্যাচসেরা হয়েছেন। তিনি ৪ ওভারে ২২ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন।