সেঞ্চুরিটি আমার ছেলেকে উৎসর্গ করলাম : শান্ত ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ৮:৪৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২৩ ছবি : এপি নিজস্ব প্রতিনিধি আফগানিস্তানের বিপক্ষে আজ বাঁচা-মরার লড়াইয়ে নেমেছে বাংলাদেশ। এশিয়া কাপে টিকে থাকতে হলে আজ টাইগারদের জয়ের বিকল্প নেই। পাকিস্তানের লাহোরে ওই ম্যাচে শতক হাঁকিয়ে বাংলাদেশকে সুবিধাজনক অবস্থানে পৌঁছে দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। মিরাজ-শান্তর শতকে আফগানদের ৩৩৫ রানের বড় লক্ষ্য ছুড়ে দিয়েছে বাংলাদেশ। শান্ত তার সেঞ্চুরিটি উৎসর্গ করেছেন তার ছেলেকে। এশিয়া কাপ খেলতে যাওয়ার কিছুদিন আগেই বাবা হয়েছেন শান্ত। গুরুত্বপূর্ণ ম্যাচে শতক হাঁকিয়ে ব্যাটটাকে কোলে নিয়ে উদযাপন করেছেন তিনি। ইনিংস বিরতির সময় শান্ত জানান, ‘এই সেঞ্চুরিটি আমার ছেলেকে উৎসর্গ করছি। অল্প সময়ের ব্যবধানে নাঈম শেখ ও তাওহীদ হৃদয় আউট হলেও ভেঙে পড়েননি শান্ত-মিরাজ। এই প্রসঙ্গে শান্ত বলেন, ‘ওই দুটি দুইকেট নিয়ে উদ্বিগ্ন ছিলাম না। আমরা পরিস্থিতি বোঝে খেলেছি, বলের মেধা যাচাই করে খেলিছি।’ বিপিএলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে শান্ত বলেন, ‘এটা দারুণ একটা টুর্নামেন্ট, চ্যালেঞ্জিং টুর্নামেন্ট এবং এটা আমাকে খুবই সহায়তা করেছে। অনেক বিদেশি খেলোয়াড় সেখানে খেলতে যায়, ফলে আন্তর্জাতিক পর্যায়ে আমাদের খেলাটা সহজ হয়ে যায়।’ SHARES খেলাধুলা বিষয়: ক্রিকেটার শান্ত