‘অবিশ্বাস্য’… ‘অসাধারণ’.. আবেগে ভাসছে অস্ট্রেলিয়া ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ১১:৫৬ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২৩ অস্ট্রেলিয়ানদের উচ্ছ্বাস। মীর ফরিদ, আহমেদাবাদ থেকে নিজস্ব প্রতিনিধি ভারতের মাটিতে ষষ্ঠ বিশ্বকাপ জিতে আনন্দে ভাসছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। ম্যাচ শেষে মাঠেই তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানিয়েছেন যা, তা-ই তুলে ধরা হলো- ডেভিড ওয়ার্নার আমাদের বোলরাররা দারুণ করেছে। ওরাই মূল সুরটা বেঁধে দিয়েছে। ফিল্ডাররা একইরকম সঙ্গ দিয়েছে। আর ব্যাটিংয়ে সত্যিকার অর্থেই চাপে পড়ে গিয়েছিলাম আমরা। সেখান থেকে হেডি ও মার্নাসের ম্যাচ জেতানো এক পার্টনারশিপ। মিচেল মার্শ দারুণ আবেগের ব্যাপার। অবিশ্বাস্য এই দলটা। স্টিভেন স্মিথ অসাধারণ পারফরম্যান্স। বোলাররা মূল কাজটা করে গিয়েছিল। ব্যাটিংয়েও আমরা হাল ছাড়িনি। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়াই আবার বিজয়ের মঞ্চে। এটা দারুণ একটা বছর আমাদের জন্য, কারণ টেস্ট চ্যাম্পিয়নশিপও জিতেছি। মিচেল স্টার্ক ওর (প্যাট কামিন্স) তুলনা হয় না। টুর্নামেন্ট জুড়েই ছিল অসাধারণ। ভারতের মাটিতে ভারতকে হারিয়ে শিরোপা জেতা ভাবা যায় না! এটা ভীষণ উপভোগ্য! জস হ্যাজেলউড আমার মনে হয় এটা ২০১৫ এর চেয়ে বড়। কারণ এই দর্শক সমুদ্র। ভারতীয় দর্শকদের তুলনা হয় না। তার মাঝে আমরা এটা সম্ভব করেছি, প্রয়োজনের সময় ভেঙে পড়িনি। গ্লেন ম্যাক্সওয়েল কিছুটা স্লগ হিটের মত ছিল। কিন্তু এই শেষ হিটের আনন্দ আর কিছুর সঙ্গে মেলানো যাবে না। আমি তো ভেবেছিলাম নামতেই হবে। কিন্তু হেডি এরপর ফিরল.. আহ কি অসাধারণ জয়! বুমরাকে হেডি যেভাবে খেলছিল দেখার মত। আর লাবুশানে সব চাপ যেন শুষে নিচ্ছিল। মার্নাস লাবুশানে এই অর্জন অতুলনীয়। আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় ঘটনা। ভারত এই আসরের সেরা দল ছিল। কিন্তু আমরা জানতাম আমরা আমাদের সেরাটা দিলে সম্ভব। আমাদের বোলাররা সেটা দেখিয়েছির। এরপর ট্রাভিস যা করেছে তা শুধু বলে বোঝানো সম্ভব না। যেভাবে যা হয়েছে তা একরকম অবিশ্বাস্য। আমি আসলে বাক্যহারা। দুই মাস আগে এমনকি ওয়ানডে দলেও ছিলাম না। SHARES খেলাধুলা বিষয়: অস্ট্রেলিয়া
ভারতের মাটিতে ষষ্ঠ বিশ্বকাপ জিতে আনন্দে ভাসছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। ম্যাচ শেষে মাঠেই তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানিয়েছেন যা, তা-ই তুলে ধরা হলো- ডেভিড ওয়ার্নার আমাদের বোলরাররা দারুণ করেছে। ওরাই মূল সুরটা বেঁধে দিয়েছে। ফিল্ডাররা একইরকম সঙ্গ দিয়েছে।
আর ব্যাটিংয়ে সত্যিকার অর্থেই চাপে পড়ে গিয়েছিলাম আমরা। সেখান থেকে হেডি ও মার্নাসের ম্যাচ জেতানো এক পার্টনারশিপ। মিচেল মার্শ দারুণ আবেগের ব্যাপার। অবিশ্বাস্য এই দলটা।
স্টিভেন স্মিথ অসাধারণ পারফরম্যান্স। বোলাররা মূল কাজটা করে গিয়েছিল। ব্যাটিংয়েও আমরা হাল ছাড়িনি। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়াই আবার বিজয়ের মঞ্চে।
এটা দারুণ একটা বছর আমাদের জন্য, কারণ টেস্ট চ্যাম্পিয়নশিপও জিতেছি। মিচেল স্টার্ক ওর (প্যাট কামিন্স) তুলনা হয় না। টুর্নামেন্ট জুড়েই ছিল অসাধারণ। ভারতের মাটিতে ভারতকে হারিয়ে শিরোপা জেতা ভাবা যায় না! এটা ভীষণ উপভোগ্য! জস হ্যাজেলউড আমার মনে হয় এটা ২০১৫ এর চেয়ে বড়। কারণ এই দর্শক সমুদ্র।
ভারতীয় দর্শকদের তুলনা হয় না। তার মাঝে আমরা এটা সম্ভব করেছি, প্রয়োজনের সময় ভেঙে পড়িনি। গ্লেন ম্যাক্সওয়েল কিছুটা স্লগ হিটের মত ছিল। কিন্তু এই শেষ হিটের আনন্দ আর কিছুর সঙ্গে মেলানো যাবে না। আমি তো ভেবেছিলাম নামতেই হবে। কিন্তু হেডি এরপর ফিরল.. আহ কি অসাধারণ জয়! বুমরাকে হেডি যেভাবে খেলছিল দেখার মত। আর লাবুশানে সব চাপ যেন শুষে নিচ্ছিল। মার্নাস লাবুশানে এই অর্জন অতুলনীয়। আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় ঘটনা। ভারত এই আসরের সেরা দল ছিল। কিন্তু আমরা জানতাম আমরা আমাদের সেরাটা দিলে সম্ভব। আমাদের বোলাররা সেটা দেখিয়েছির। এরপর ট্রাভিস যা করেছে তা শুধু বলে বোঝানো সম্ভব না। যেভাবে যা হয়েছে তা একরকম অবিশ্বাস্য। আমি আসলে বাক্যহারা। দুই মাস আগে এমনকি ওয়ানডে দলেও ছিলাম না।