কেন পুরুষদের আলাদা দিবস প্রয়োজন

প্রকাশিত: ১২:০০ পূর্বাহ্ণ, নভেম্বর ২০, ২০২৩
আন্তর্জাতিক পুরুষ দিবসটি পুরুষদের অবদানকে খানিকটা সামনে নিয়ে আসার জন্য পালন করা হয়। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিনিধি

পুরুষ দিবস কেন ঘটা করে পালন করতে হবে এমন প্রশ্ন অনেকের মনেই। কিংবা আপাতদৃষ্টিতে পুরুষকে নির্যাতিত, বঞ্চিত মনে করা হয় না যেহেতু তাই তাদের অধিকার আদায়ের ব্যাপারও নেই। তাহলে কেন এই দিবস? জেনে নিন কেন আন্তর্জাতিক পুরুষ দিবস উদযাপন করা হয় এর ৫টি কারণ:

  • পুরুষদের জীবন, অর্জন এবং অবদান, বিশেষ করে জাতি, সমাজ, সম্প্রদায়, পরিবার- প্রতি ক্ষেত্রে তাদের অবদানের জন্য উদযাপন করার একটি উপলক্ষ।
  • দিবসটির উদযাপিত হওয়ার কারণ হিসেবে বলা যায়- পুরুষদের নানারকম সমস্যার প্রতি মৌলিক সচেতনতা প্রচার করা।
তাই, বিশ্বব্যাপী পুরুষরা নিভৃতে যে সমস্ত সমস্যার মুখোমুখি হন তা সমাধানের জন্য এই দিনটি পালন করা হয়।

  • ডঃ তেলুকসিং-এর মতে, আন্তর্জাতিক পুরুষ দিবস উদযাপনের উদ্দেশ্য শুধুমাত্র পুরুষদের সমস্যাগুলিকে সমাধান করা নয় বরং পুরুষদের মানসিক স্বাস্থ্য এবং পুরুষ আত্মহত্যার মতো নিষিদ্ধ বিষয়গুলি নিয়ে কথা বলা, সমাধানের পথে হাঁটা।
  • আন্তর্জাতিক পুরুষ দিবসটি পুরুষদের অবদানকে খানিকটা সামনে নিয়ে আসার জন্য পালন করা হয়। যারা ইতিবাচকভাবে প্রভাবিত করে তরুণসমাজকে এবং রোল মডেল হিসাবে কাজ করে মূলত তাদেরকে স্মরণ করতেই এ আয়োজন।
  • আন্তর্জাতিক পুরুষ দিবস তরুণ প্রজন্মকে একজন মানুষ হওয়ার মূল্যবোধ, চরিত্র এবং দায়িত্ব শেখাতে উৎসাহিত করে।