আমলকীতেই চুল হবে সুন্দর

প্রকাশিত: ১২:০২ পূর্বাহ্ণ, নভেম্বর ২০, ২০২৩
গ্রাফিক্স: সোহানুর রহমান

নিজস্ব প্রতিনিধি

চুল পড়ার সমস্যা নেই কার! আর শীত এলে এ সমস্যা যেন আরো বেড়ে যায়। নিয়মিত চুল পরিষ্কার করা, মাথার ত্বক পরিষ্কার করা, শ্যাম্পু করা না হলে এসব সমস্যার ইতি টানা কঠিন বটে। তবে চুল পড়া সমস্যার সমাধান করতে বেশ কার্যকর ভূমিকা রাখে আমলকী। ভিটামিন সি-এর বেশ ভালো উৎস এই ফল।

তাই ত্বক থেকে চুল সব কিছুর জন্যই ভালো সমাধান দিতে সক্ষম আমলকী। জেনে নিন আমলকী কিভাবে কাজ করে 

আমলকীতে আছে ফাইটো-নিউট্রিয়েন্ট, ভিটামিন ও মিনারেল, যা স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে। এই ফল চুল মজবুত রাখার পাশাপাশি চুলের নমনীয়তাও রক্ষা করে। তাই রুক্ষ ও শুষ্ক চুলের জন্য এটি বেশ ভালো উপাদান।

 

আমলকীর তেল মাথার তালু এবং চুলের গোড়ায় মালিশ করতে পারেন। এতে চুলের ফলিকল মজবুত হয়, চুল পড়াও কমে যায়। এ ছাড়া নিয়মিত ম্যাসাজে মাথার ত্বকে রক্ত চলাচল ভালো হয়। ফলে চুলের বৃদ্ধিও হয় খুব ভালো।

এ ছাড়াও আমলকীর অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণ খুশকি দূর করতে সাহায্য করে। 

আমলকীর রস চুলের গোড়ায় লাগালে কোলাজেনের মাত্রা বৃদ্ধি পাবে আর চুলের বৃদ্ধিও হবে চমৎকার। সে ক্ষেত্রে আমলকীর রস লাগানোর পর ২০ মিনিট অপেক্ষা করুন। তারপর কোনো হালকা শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন।
আর এসব কিছুর পাশাপাশি দিনে দুটি আমলকী খেয়ে নিতেও ভুলবেন না।

তাহলে ভেতর থেকেই কাজ করবে এ ফলে থাকা স্বাস্থ্য উপাদানগুলো।