রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি অ্যালিসিনের উপকারিতার জন্য কাঁচা রসুন খাওয়া উচিত।

প্রকাশিত: ১২:৩৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২৩
অ্যালিসিন এসিড শরীরে ক্যান্সারকে বাসা বাঁধতে দেয় না। তাই কাঁচা রসুন খেলেই একমাত্র অ্যালিসিন শরীরে ঢোকে। রান্না করলে নয়।

নিজস্ব প্রতিনিধি

কাঁচা রসুন খাওয়া ভালো নাকি রান্না করা রসুন খাওয়া বেশি ভালো, এ নিয়ে মতবিরোধ রয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে, রান্নায় রসুন খাওয়ার চেয়ে কাঁচা রসুন খাওয়ারই শ্রেয়। কারণ রান্না হয়ে গেলে রসুনের মধ্যে থাকা অ্যালিসিন এসিড নষ্ট হয়ে যায়।রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি অ্যালিসিনের উপকারিতা হলো, ক্যান্সার রুখে দেওয়া।

অ্যালিসিন এসিড শরীরে ক্যান্সারকে বাসা বাঁধতে দেয় না। তাই কাঁচা রসুন খেলেই একমাত্র অ্যালিসিন শরীরে ঢোকে। রান্না করলে নয়। কাঁচা রসুনের এক বা দুই কোয়া খাওয়ার আগে খোলা হাওয়ায় ওই কোয়াগুলো কিছুক্ষণ রেখে তারপর খান।
তাতে আরো বেশি উপকার পাওয়া যায়।পুষ্টিবিদদের মতে, রসুন কাঁচা খেতে অনেকেরই অসুবিধা হয়। তবে দুইভাবে খেলে কোনো অসুবিধা হবে না। প্রথমত, যেকোনো ভারী খাবারের সঙ্গেই এক বা দুই কোয়া চিবিয়ে খেয়ে ফেলতে পারেন বা কোনো ফল-সবজির রসের সঙ্গে খেতে পারেন।

দ্বিতীয়ত, ভাত বা রুটির সঙ্গে কাঁচা রসুনের কোয়াগুলো ছোট করে কেটে তরকারির সঙ্গেও খেয়ে ফেলা যায়।