রান্নাঘরের কাজ সহজ করতে ও সময় বাঁচাতে প্রয়োজনিয় কিছু টিপস।

প্রকাশিত: ১২:২৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২৩
ছোট কিছু টিপস রান্নাঘরের কাজ সহজ করতে ও সময় বাঁচাতে সাহায্য তরে।

নিজস্ব প্রতিনিধি

ছোট কিছু টিপস জেনে নিন রান্নাঘরের কাজ সহজ করতে ও সময় বাঁচাতে-

  • যতটুকু সম্ভব পাতিলে ঢাকনা দিয়ে রান্না করা ভালো, এতে খাবারের পুষ্টিমান বজায় থাকে।
  • যারা ওজনকে নিয়ন্ত্রণে রাখতে চাচ্ছেন তারা মুরগি রান্নার সময় চামড়া ছাড়িয়ে নিন। কারণ মুরগির চামড়ায়ই থাকে প্রধান ফ্যাট।
  • শুকনা মরিচ ভাজলে বা পুড়লে বাতাসে একটা ঝাঁজ তৈরি হয়, এতে হাঁচি, কাশি হতে পারে।
ভাজার সময় রান্নাঘরের দরজা-জানালা ভালো করে খুলে দিন। প্রয়োজনে এগজস্ট ফ্যান থাকলে তা চালিয়ে দিন।

  • ভর্তা বানাতে মরিচ খালি হাতে কচলাবেন না, এতে হাতে জ্বালাপোড়া ভাব হবে। যদি এমন হয়েই থাকে তাহলে এক টুকরা লেবু নিয়ে হাতে ঘষুন।
জ্বালাপোড়া কমবে।

  • মসলাপাতি তাড়াতাড়ি খুঁজে পেতে কৌটার গায়ে নাম লিখে রাখুন।
  • পরদিন কী রান্না করবেন তা আগের রাতেই ঠিকঠাক করে প্রস্তুতি নিন। তাহলে অল্প সময়ে রান্না হবে।