রোয়া মাস্কে ফিরবে ত্বকের উজ্জ্বলতা ও রুক্ষতা দূর করবে। ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ১২:০৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২৩ ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে ঘরে তৈরি ‘ফেস মাস্ক’ অনেক নিরাপদ। মডেল: নানজীবা নিজস্ব প্রতিনিধি ত্বকের উজ্জ্বলতায় মাস্ক বেশ কার্যকর। শীতে ত্বকের রুক্ষতা দূর করবে মাস্ক। এ বিষয়ে পরামর্শ দিয়েছেন বিন্দিয়া এক্সক্লুসিভ বিউটি কেয়ারের স্বত্বাধিকারী ও রূপবিশেষজ্ঞ শারমিন কচি, লিখেছেন ফাতেমা ইয়াসমীন।ত্বক শুষ্ক, তৈলাক্ত, মিশ্র ত্বক, ব্রণের সমস্যা, উন্মুক্ত লোমকূপ, ব্ল্যাক ও হোয়াইট হেডস ইত্যাদি যেকোনো সমস্যা দূর করতে ঘরে তৈরি ফেস মাস্ক কার্যকরী। ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে ঘরে তৈরি ‘ফেস মাস্ক’ অনেক নিরাপদ, তবে সে ক্ষেত্রে আগে বুঝতে হবে আপনার ত্বকের ধরন কী।শুষ্ক ত্বকের জন্য মাস্ক শুষ্ক ত্বকের জন্য মাস্ক হিসেবে মধু খুব ভালো কাজ করে। এর প্রাকৃতিক ব্যাকটেরিয়ারোধী উপাদান ত্বকের মলিনতা কমায়। শীতকালে যাদের ত্বকের শুষ্কতাজনিত সমস্যা দেখা দেয় তাদের জন্য মধুর মাস্ক খুব ভালো কাজ করে। মধু ও দুধের মিশ্রণ এ ক্ষেত্রে খুব ভালো কাজ করবে। কাঁচা দুধ দ্রুত ত্বকের আর্দ্রতা বাড়ায়। এই মিশ্রণে দুই ফোঁটা যেকোনো এসেনশিয়াল অয়েল এবং এক চামচ মধু ও অ্যালোভেরার জেল মিশিয়ে ব্যবহার করলে আরো ভালো ফলাফল পাওয়া যায়। বেসন, হলুদ একসঙ্গে গোলাপজল দিয়ে মিশিয়ে মাস্ক তৈরি কেরে মুখে ব্যবহার করুন। শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে ত্বকের উজ্জ্বলতা বাড়ে। সপ্তাহে দুবার ব্যবহার করুন।তৈলাক্ত ত্বকের জন্য বেকিং সোডা বাড়তি তেল দূর করার পাশাপাশি ব্ল্যাক ও হোয়াইট হেডস দূর করতে সাহায্য করে। এক টেবিল চামচ করে পানি ও বেকিং সোডা নিয়ে ফেস মাস্ক তৈরি করে মুখে মেখে ১০ মিনিট পর ধুয়ে ফেলতে হবে। এতে পরিষ্কার হয় ত্বক। এই মাস্ক লোমকূপে জমে থাকা ময়লা দূর করে ত্বক পরিষ্কার করে। আর উজ্জ্বলতাও বাড়ে।মিশ্র ত্বকে মাস্ক ডিমের সাদা অংশ মিশ্র ত্বকের জন্য খুবই উপকারী। এটা নাক ও কপালের উন্মুক্ত লোমকূপ বন্ধ করতে সাহায্য করে। আর তেল নিয়ন্ত্রণ করে। ‘টি-জোনের তৈলাক্ততা কমাতে এই মাস্ক কার্যকর। ডিমের মাস্ক তৈরি করতে এর সাদা অংশ, মধু ও এক টেবিল চামচ কমলার রস একটা পাত্রে নিয়ে মিশ্রণ তৈরি করে নিতে হবে। এতে এক চা চামচ হলুদ যোগ করুন। মাস্ক তৈরি করে ত্বকে ব্যবহার করার পর শুকানোর জন্য ১০ থেকে ১৫ মিনিট অপেক্ষা করুন। এরপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। ত্বকের উজ্জ্বলতা বাড়াতে কফি বেশ প্রচলিত আজকাল। কফিতে থাকা অ্যান্টি অক্সিডেন্ট ও অ্যান্টিএজিং উপাদান ত্বকের সুস্থতা বজায় রাখে। কফি ও মধু কফি ও মধুর মিশ্রণ ত্বকে ময়েশ্চারাইজ করে। সেই সঙ্গে ত্বকের বলিরেখা, দাগ, বয়সের ছাপ দূর করতে সাহায্য করে। একটি ছোট বাটিতে এক টেবিল চামচ কফি ও এক টেবিল চামচ মধু মেশান। এখন মুখে ও চোখের চারপাশ দিয়ে হালকা করে ঘষুন। ২০ মিনিট মুখে রেখে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। কফি ও দুধ দুধে ল্যাকটিন থাকায় এটি ভেতর থেকে ময়লা দূর করে মুখের উজ্জ্বলতা বৃদ্ধিতে সাহায্য করে। এক টেবিল চামচ কফি ও দুই টেবিল চামচ দুধ মিশিয়ে মুখে ও গলায় লাগিয়ে নিন। ১০-১৫ মিনিট রেখে কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। SHARES লাইফস্টাইল বিষয়: ত্বকের উজ্জ্বলতারোয়া মাস্ক
ত্বকের উজ্জ্বলতায় মাস্ক বেশ কার্যকর। শীতে ত্বকের রুক্ষতা দূর করবে মাস্ক। এ বিষয়ে পরামর্শ দিয়েছেন বিন্দিয়া এক্সক্লুসিভ বিউটি কেয়ারের স্বত্বাধিকারী ও রূপবিশেষজ্ঞ শারমিন কচি, লিখেছেন ফাতেমা ইয়াসমীন।ত্বক শুষ্ক, তৈলাক্ত, মিশ্র ত্বক, ব্রণের সমস্যা, উন্মুক্ত লোমকূপ, ব্ল্যাক ও হোয়াইট হেডস ইত্যাদি যেকোনো সমস্যা দূর করতে ঘরে তৈরি ফেস মাস্ক কার্যকরী।
ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে ঘরে তৈরি ‘ফেস মাস্ক’ অনেক নিরাপদ, তবে সে ক্ষেত্রে আগে বুঝতে হবে আপনার ত্বকের ধরন কী।শুষ্ক ত্বকের জন্য মাস্ক শুষ্ক ত্বকের জন্য মাস্ক হিসেবে মধু খুব ভালো কাজ করে। এর প্রাকৃতিক ব্যাকটেরিয়ারোধী উপাদান ত্বকের মলিনতা কমায়। শীতকালে যাদের ত্বকের শুষ্কতাজনিত সমস্যা দেখা দেয় তাদের জন্য মধুর মাস্ক খুব ভালো কাজ করে।
মধু ও দুধের মিশ্রণ এ ক্ষেত্রে খুব ভালো কাজ করবে। কাঁচা দুধ দ্রুত ত্বকের আর্দ্রতা বাড়ায়। এই মিশ্রণে দুই ফোঁটা যেকোনো এসেনশিয়াল অয়েল এবং এক চামচ মধু ও অ্যালোভেরার জেল মিশিয়ে ব্যবহার করলে আরো ভালো ফলাফল পাওয়া যায়। বেসন, হলুদ একসঙ্গে গোলাপজল দিয়ে মিশিয়ে মাস্ক তৈরি কেরে মুখে ব্যবহার করুন।
শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে ত্বকের উজ্জ্বলতা বাড়ে। সপ্তাহে দুবার ব্যবহার করুন।তৈলাক্ত ত্বকের জন্য বেকিং সোডা বাড়তি তেল দূর করার পাশাপাশি ব্ল্যাক ও হোয়াইট হেডস দূর করতে সাহায্য করে। এক টেবিল চামচ করে পানি ও বেকিং সোডা নিয়ে ফেস মাস্ক তৈরি করে মুখে মেখে ১০ মিনিট পর ধুয়ে ফেলতে হবে।
এতে পরিষ্কার হয় ত্বক। এই মাস্ক লোমকূপে জমে থাকা ময়লা দূর করে ত্বক পরিষ্কার করে। আর উজ্জ্বলতাও বাড়ে।মিশ্র ত্বকে মাস্ক ডিমের সাদা অংশ মিশ্র ত্বকের জন্য খুবই উপকারী। এটা নাক ও কপালের উন্মুক্ত লোমকূপ বন্ধ করতে সাহায্য করে। আর তেল নিয়ন্ত্রণ করে। ‘টি-জোনের তৈলাক্ততা কমাতে এই মাস্ক কার্যকর। ডিমের মাস্ক তৈরি করতে এর সাদা অংশ, মধু ও এক টেবিল চামচ কমলার রস একটা পাত্রে নিয়ে মিশ্রণ তৈরি করে নিতে হবে। এতে এক চা চামচ হলুদ যোগ করুন। মাস্ক তৈরি করে ত্বকে ব্যবহার করার পর শুকানোর জন্য ১০ থেকে ১৫ মিনিট অপেক্ষা করুন। এরপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। ত্বকের উজ্জ্বলতা বাড়াতে কফি বেশ প্রচলিত আজকাল। কফিতে থাকা অ্যান্টি অক্সিডেন্ট ও অ্যান্টিএজিং উপাদান ত্বকের সুস্থতা বজায় রাখে। কফি ও মধু কফি ও মধুর মিশ্রণ ত্বকে ময়েশ্চারাইজ করে। সেই সঙ্গে ত্বকের বলিরেখা, দাগ, বয়সের ছাপ দূর করতে সাহায্য করে। একটি ছোট বাটিতে এক টেবিল চামচ কফি ও এক টেবিল চামচ মধু মেশান। এখন মুখে ও চোখের চারপাশ দিয়ে হালকা করে ঘষুন। ২০ মিনিট মুখে রেখে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। কফি ও দুধ দুধে ল্যাকটিন থাকায় এটি ভেতর থেকে ময়লা দূর করে মুখের উজ্জ্বলতা বৃদ্ধিতে সাহায্য করে। এক টেবিল চামচ কফি ও দুই টেবিল চামচ দুধ মিশিয়ে মুখে ও গলায় লাগিয়ে নিন। ১০-১৫ মিনিট রেখে কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।